AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bird Flu: বাংলায় ঢুকে পড়েছে বার্ড ফ্লু! মাংস-ডিম খেতে পারবেন তো? বার্তা দিলেন স্বাস্থ্য সচিব

Bird Flu: দুই শিশুর সংস্পর্শে আসা কোন‌ও ব্যক্তিদের শরীরে ভাইরাস পাওয়া যায়নি বলে জানান স্বাস্থ্যসচিব। ইনফ্লুয়েঞ্জা ইলনেস সংক্রান্ত যে সমীক্ষা হয় তাতেও কেসের সংখ্যা বেড়েছে এমন কিছু পাওয়া যায়নি।

Bird Flu: বাংলায় ঢুকে পড়েছে বার্ড ফ্লু! মাংস-ডিম খেতে পারবেন তো? বার্তা দিলেন স্বাস্থ্য সচিব
বার্ড ফ্লু নিয়ে বিবৃতি স্বাস্থ্য দফতরেরImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2024 | 5:30 PM
Share

কলকাতা: পরপর দুই শিশুর বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে রাজ্যে। কলকাতায় এসে আক্রান্ত হয়েছিল এক আড়াই বছরের শিশু। আর এক চার বছরের শিশু আক্রান্ত হয় মালদহের কালিয়াচকে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ আছে তারা। যদি মাস তিনেক আগে সংক্রমণ ছড়িয়েছিল, তবে সেই খবর প্রকাশ্যে আসতে উদ্বেগ বেড়েছে অনেকের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পোলট্রির ডিম বা মাংসে লুকিয়ে নেই তো বিপদ? আজ, বৃহস্পতিবার এই বিষয়ে বিবৃতি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

স্বাস্থ্যসচিব জানিয়েছেন, মালদহে এক শিশুর ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। মালদহ মেডিক্যাল কলেজের পর নীলরতন সরকার মেডিক্যাল কলেজে সেই শিশুর চিকিৎসা হয়। গত মার্চ-এপ্রিলে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল নমুনা। পরীক্ষায় H9N2 ভাইরাসের স্ট্রেন পাওয়া যায় শিশুর দেহে। প্রথম নমুনা পরীক্ষা রিপোর্টে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, পরের বার পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। শিশু এখন সুস্থ আছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আর এক শিশু কলকাতা থেকে ফেব্রুয়ারি মাসের শেষে যখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিরে যায়, তখন তার দেহে H5N1 স্ট্রেনের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া যায়।

দুই শিশুর সংস্পর্শে আসা কোন‌ও ব্যক্তিদের শরীরে ভাইরাস পাওয়া যায়নি বলে জানান স্বাস্থ্যসচিব। ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস সংক্রান্ত যে সমীক্ষা হয় তাতেও কেসের সংখ্যা বেড়েছে এমন কিছু পাওয়া যায়নি।

একইসঙ্গে স্বাস্থ্যসচিব জানিয়েছেন, পোলট্রি বার্ডের মধ্যে কিছু ধরা পড়েনি। খুব কড়া নজরদারি চালিয়েও কোন‌ও হাঁস-মুরগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। আতঙ্কিত হ‌ওয়ার কিছু নেই বলেই মন্তব্য করেছেন তিনি। স্বাস্থ্য দফতরের তরফে হাঁস-মুরগির মাংস, ডিম খাওয়া নিয়ে কোন‌ও নিষেধাজ্ঞা নেই। সতর্কবার্তাও নেই।

প্রাণিসম্পদ দফতরের সচিব বিবেক কুমার জানিয়েছেন, এপ্রিল-মে মাসে ১৭২৮ নমুনা পরীক্ষা করা হয়েছে, রাজ্যের কোথাও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সোর্স পাওয়া যায়নি। মালদহ থেকে ৩৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তাতেও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে তাই ডিম, মাংস খাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বিবেক কুমার।