BJP: আরও ৬টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, নতুন মুখে বাড়ছে ভরসা?

BJP: সবমিলিয়ে এখনও পর্যন্ত ৩৯টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে নতুন মুখ ২৮ জন। আরও ৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বাকি। সেগুলিতেও নতুন মুখকে সামনে আনা হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

BJP: আরও ৬টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, নতুন মুখে বাড়ছে ভরসা?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 20, 2025 | 11:25 PM

কলকাতা: বাংলায় তাদের আরও ৬টি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম এবং কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হল। এর মধ্যে যাদবপুর ও ঝাড়গ্রামে পুরনো মুখে আস্থা রাখা হল। বাকি চারটি সাংগঠনিক জেলায় নতুন মুখকে দায়িত্ব দিল গেরুয়া শিবির।

উত্তর দিনাজপুরে জেলা সভাপতি করা হয়েছে নিমাই কবিরাজকে। দক্ষিণ নদিয়ায় জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন অপর্ণা নন্দী। যাদবপুরে জেলা সভাপতির দায়িত্বে রইলেন মনোরঞ্জন জোদ্দার। মথুরাপুরে জেলা সভাপতি হলেন নবেন্দুসুন্দর নস্কর, ঝাড়গ্রামে জেলা সভাপতির দায়িত্বে রইলেন তুফান মাহাতো এবং কাটোয়ার জেলা সভাপতি হলেন স্মৃতিকণা বসু।

বাংলায় বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা ৪৩। বেশ কিছুদিন ধরেই রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে। প্রথমে ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে ১৭ জন নতুন মুখ দায়িত্ব পান। আর ৮ জন দায়িত্বে থেকে যান। এর কিছুদিন পর আবার ৮টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। সেইসময় দেখা যায়, বীরভূমে ধ্রুব সাহাকে তাঁর পদে বহাল রয়েছেন। বাকি সাতটি সাংগঠনিক জেলায় সভাপতি বদল করেছে বিজেপি।

এবারও সেই ধারা বহাল রইল। এদিন ৬টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ৪টি সাংগঠনিক জেলায় নতুন মুখ আনা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৩৯টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে নতুন মুখ ২৮ জন। আরও ৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বাকি। সেগুলিতেও নতুন মুখকে সামনে আনা হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জেলা সভাপতিদের নাম ঘোষণার পর রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা হবে। রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারই থাকবেন, নাকি বেশিরভাগ জেলা সভাপতির মতো কোনও নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে।