BJP: এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির

অনাস্থা প্রস্তাবে স্পিকারের বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে এবং সেগুলি পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে।

BJP: এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 9:03 PM

কলকাতা: বিজেপির অধিবেশন ওয়াকআউট, বিরোধী দলনেতার সাসপেনশন মোশন নিয়ে সোমবার দিনভর নাটক চলেছে বিধানসভায়। আর তারপরই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপির পরিষদীয় দল। দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া সহ একাধিক ইস্যুতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপির পরিষদীয় দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও অনাস্থা প্রস্তাব হাতে পাননি বলে দাবি জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষাপতিত্বের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে বিজেপির পরিষদীয় দল। অনাস্থা প্রস্তাবে স্পিকারের বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে এবং সেগুলি পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, PAC চেয়ারম্যান পদ নিয়ে স্পিকার দুর্নীতি করেছেন, দলত্যাগবিরোধী আইন নিয়ে স্পিকার অবস্থান স্পষ্ট করেননি, বিধানসভায় বিরোধী নেতাদের যথোপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না, শাসকদলের অঙ্গুলী হেলনে স্পিকার চলছে এবং এদিনের ঘটনা তার মধ্যে অন্যতম বলেও বিজেপির অভিযোগ। বিজেপির তরফে অভিযোগ, এদিন মুখ্যমন্ত্রীর ইশারাতেই স্পিকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য মাঝপথে থামিয়ে দিয়েছেন। তাই এই সমস্ত ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপির পরিষদীয় দল।

এদিন বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার খবরটি নিশ্চিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পরিষদীয় দলের সদস্যরা বৈঠক করেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী, সেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হচ্ছে।” যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, “অনাস্থা প্রস্তাব আমি পাইনি। পেলে খতিয়ে দেখব। এখনই এ নিয়ে কিছু বলার নেই।”

প্রসঙ্গত, এদিন বিধানসভায় অভব্য আচরণের অভিযোগে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তথা মুখ্য সচেতক তাপস রায়। এরপর মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার হয়ে স্পিকারের কাছে ক্ষমা চান। তার প্রেক্ষিতে সাসপেনশন প্রস্তাব প্রত্যাহার করার ব্যাপারে তাপস রায়কে অনুরোধ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব প্রত্যাহার করে নেন তাপস রায়। তারপরই নয়া মোড় নিল বিধানসভায় শাসকদল ও স্পিকারের সঙ্গে বিরোধী দলের সংঘাত।