
কলকাতা: একটা রাজনৈতিক ‘হত্যাকে’ গ্রাম্য-বিবাদ বলে দাগিয়ে অরাজনৈতিক করা হচ্ছে। কোচবিহারের মাথাভাঙায় হওয়া সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিহত মানব সরকার বিজেপির ‘সক্রিয় সদস্য’ বলেই দাবি তাঁর।
বৃহস্পতিবার সকালে কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট এলাকায় সরকার পরিবারের উপর চড়াও হয় শিকদার পরিবারের লোকজন। ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করেন তাঁরা। এই সংঘর্ষে মৃত্যু হয় মানব সরকার ও তাঁর ছেলে যাদব সরকারের। গুরুতর জখম হয় সরকার পরিবারের বাকি ৬ সদস্য।
শুভেন্দুর অভিযোগ, পুলিশ ‘প্রতিবন্ধকতা’ তৈরি করছে, ‘সত্যকে চাপা দিতে চাইছে’। এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘সকালের দিকে আমাদের স্থানীয় স্তরের নেতার ওই আহতদের বাড়িতে যেতে পারলেও, বেলা বাড়তেই পুলিশ র্যাফ দিয়ে গোটা এলাকা ঢেকে ফেলে। পরিবারের সঙ্গে আমাদের দলের নেতাদের দেখা করতে দিচ্ছে না। প্রতিবন্ধকতা তৈরি করছে। সত্যটা ঢাকছে। পারিবারিক বিবাদ বলে গোটা ব্যাপারটাকে অরাজনৈতিক করার চেষ্টা করছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই হত্য়া তৃণমূলের কর্মীরা করেছে।’
মাথাভাঙায় নিহত দু’জনেই বিজেপির সক্রীয় কর্মী, দাবি করলেন শুভেন্দু। এমনকি, সাংবাদিক বৈঠকে তাঁদের সদস্য পদের রেজিস্ট্রেশন নম্বরটিও তুলে ধরেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, ‘যাঁরা খুন করেছেন, তাঁরা সব তৃণমূলের পরিচিত মুখ এবং গুন্ডা। নিহত মানব সরকার আবার শুধু সদস্য নন, ওই এলাকার মণ্ডলের যুব মোর্চার সহ-সভাপতি।’ এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুভেন্দু রাজনৈতিক হানাহানি অভিযোগ তুললেন নিহত যাদব সরকারের জেঠু একেবারে অন্য কথা জানিয়েছেন। শিকাদারের পরিবারের মেয়ের সঙ্গে ভাইপোর ‘প্রেম ছিল’ বলেই দাবি তাঁর। এদিন সাংবাদিকদের বিজয় সরকার বলেন, ‘ফালান শিকদারের মেয়ের সঙ্গে ভাইপোর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার মেয়েকে নিয়ে ভাইপো চলে আসে। তারপরই অশান্তি।’