Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Bengal campaign: বঙ্গ বিজেপির প্রচারে নতুন অস্ত্র ‘হীরক রানি’, QR কোড স্ক্যান করতে বলছে দল

BJP campaign: অমিত শাহ কলকাতার একটি হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর বক্তব্য পেশ করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অমিত শাহ। সেই সময় তিনি বলেন, "সত্যজিৎ রায় বেঁচে থাকলে তাঁর ছবির নাম হত হীরক রানি।"

BJP Bengal campaign: বঙ্গ বিজেপির প্রচারে নতুন অস্ত্র 'হীরক রানি', QR কোড স্ক্যান করতে বলছে দল
শাহের দেখানো পথেই প্রচার!Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2024 | 5:26 PM

কলকাতা: ‘যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান’, এই সংলাপ প্রায় সব বাঙালিরই চেনা। সম্প্রতি সত্যজিৎ রায় পরিচালিত সেই ছবির প্রসঙ্গ টেনে বিজেপি নেতা অমিত শাহ বলছেন, আজ পরিচালক বেঁচে থাকলে ছবির নাম হত ‘হীরক রানি।’ শাহের সেই মন্তব্যকেই এবার প্রচারের হাতিয়ার করল বঙ্গ বিজেপি। ডিজিটাল মাধ্যমে তৈরি করা হয়েছে ‘হীরক রানি’ নামে একটি ওয়েবসাইট। শাসক দলের বিপক্ষে সমর্থন জোগাড় করা হচ্ছে সেই ওয়েবসাইটে। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে।

বাংলায় শাসক দলকে প্রতি পদে পদে নিশানা করে থাকে বিজেপি। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আক্রমণে শান দিচ্ছে শুভেন্দু অধিকারীরা। ইতিমধ্যেই বাংলায় এসে প্রচারের রূপরেখা তৈরি করে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দেরি না করে তাঁদের দেখানো পথেই কি প্রচারে নেমে পড়ল গেরুয়া শিবির?

অমিত শাহ কলকাতার একটি হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর বক্তব্য পেশ করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অমিত শাহ। সেই সময় তিনি বলেন, “সত্যজিৎ রায় বেঁচে থাকলে তাঁর ছবির নাম হত হীরক রানি।” এরপর থেকেই এই উপমা সামনে রেখে আক্রমণ শানাচ্ছে বিজেপির বঙ্গ নেতারা।

বুধবার একটি কিউআর কোড প্রকাশ করা হয়েছে বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে। সেটি স্ক্যান করলেই খুলে যাচ্ছে একটি ওয়েবসাইট, যার নাম ‘হীরক রানি বাই বাই।’ শাসক দলকে কারা সমর্থন করে না, তাদের নাম রেজিস্টার করার কথা বলা হয়েছে ওই ওয়েবসাইটে। ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে, ১ লক্ষের বেশি মানুষ শাসক দলের বিপক্ষে নাম লিখিয়েছেন। ওয়েবসাইটের ভিতরে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এমন কিছু খবরের শিরোনামও শেয়ার করা হয়েছে।