Rahul Gandhi: দলে দলে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ঢুকল বিজেপি নেতা-কর্মীরা, তারপরেই তুমুল অশান্তি

Rahul Gandhi Darbhanga Row: এই ঝাঁঝ যে শুধু কলকাতায় বেড়েছে এমনটা নয়। দেশের একাধিক জায়গায় প্রধান বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে নেমেছে বিজেপির নেতা-কর্মীরা। আর এই প্রতিটা ঘটনার তুঙ্গ বিন্দু বিহারে রাহুল গান্ধী ভোট অধিকার যাত্রা। বৃহস্পতিবার রাহুলেরই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ বিজেপির।

Rahul Gandhi: দলে দলে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ঢুকল বিজেপি নেতা-কর্মীরা, তারপরেই তুমুল অশান্তি
বিধান ভবনে অশান্তিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Aug 29, 2025 | 5:46 PM

কলকাতা: হাতে বড় বড় দলীয় পতাকা নিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ঢুকে পড়ল বিজেপি কর্মী-সমর্থকরা। কার্যালয়ের বাইরে জ্বলছে আগুন। উঠছে স্লোগান। ঝাঁঝ বেড়েছে কলকাতায়। কিন্তু কেন এই উত্তেজনা? কোনও গোষ্ঠী সংঘর্ষ?

জানা গিয়েছে, এই ঝাঁঝ যে শুধু কলকাতায় বেড়েছে এমনটা নয়। দেশের একাধিক জায়গায় প্রধান বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে নেমেছে বিজেপির নেতা-কর্মীরা। আর এই প্রতিটা ঘটনার তুঙ্গ বিন্দু বিহারে রাহুল গান্ধী ভোট অধিকার যাত্রা। বৃহস্পতিবার রাহুলেরই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। তারপর দেশজুড়ে বেঁধেছে রাজনৈতিক তাণ্ডব। পটনায় কংগ্রেসের কার্যালয়গুলিতে ঢুকে ‘ভাঙচুর’ চালিয়েছে বিজেপি নেতা-কর্মীরা। পাল্টা হামলা করতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা-কর্মীদেরও।

আর সেই বিহারের ঝাঁঝ থেকে বাদ পড়েনি কলকাতাও। এদিন নেতা-কর্মীদের নিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ঢুকে পড়েন বিজেপি নেতা রাকেশ সিং। চলে বিক্ষোভ-প্রতিবাদ। ছিঁড়ে দেওয়া হয় কংগ্রেসের একাধিক পোস্টার। কালি লাগানো হয় রাহুল গান্ধীর ছবিতে। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ।

প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই একজন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ কথা, “আমি রাহুল গান্ধীকে বলব, তার যদি একটু লজ্জা থাকে, তা হলে প্রধানমন্ত্রী, তাঁর মা এবং এই দেশের জনগণের কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত।”