BJP delegation at Raj Bhavan: ‘আমরা তৃণমূলের হামলার প্রতিরোধ গড়লে বাংলার পরিস্থিতি আরও খারাপ হবে’, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি
bjp-delegation-at-raj-bhavan: বেশ কিছুক্ষণ তাঁরা রাজ্যপালের সঙ্গে কথা বলেন। রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে কথা বলেন তাঁরা।
কলকাতা: রাজভবনে বিজেপি-র প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিনিধি দলে রয়েছেন অগ্নিমিত্রা পালও। রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যপাল লা গণেশনের সঙ্গে কথা। দুর্নীতি ইস্যুতেও কথা হয়। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে রাজ্য জুড়ে। স্বাধীনতা দিবসেও হাওড়ায় বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এদিন রাজ্যপালের কাছে বিষয়টি তুলে ধরেন তিনি।
সুকান্ত মজুমদার রাজ্যপালকে জানিয়েছেন, তৃণমূলের হামলায় বিরোধীরা আশঙ্কিত, আতঙ্কিত। তিনি এমনও হুঁশিয়ারি দেন, “আমরা প্রতিঘাত করলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে।” আইন শৃঙ্খলা ব্যবস্থা রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
বেশ কিছুক্ষণ তাঁরা রাজ্যপালের সঙ্গে কথা বলেন। রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে কথা বলেন তাঁরা। বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা আশঙ্কিত। তৃণমূল আমাদের ওপর হামলা চালাচ্ছে। গত বছর থেকে আমরা এই ঘটনা দেখে আসছি। আমাদেরও ধৈর্য্যের একটা সীমা রয়েছে। আমরা কিন্তু এরপর প্রতিরোধ গড়তে বাধ্য হব। এরপর বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে।”
তিনি জানান, রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্যপাল যাতে দ্রুত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর দেন, সেবিষয়ে আবেদন জানিয়েছি। সুকান্ত মজুমদার এমনও জানিয়েছেন, নবান্ন অভিযানের প্রস্তুতি চলছে। বৈঠকে কর্মসূচি ঠিক হবে। উল্লেখ্য, এদিন আবার তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়েছে। সেটিকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “চোর বাঁচাও আন্দোলন চলছে। বাধ্য হয়ে পথে নামতে হচ্ছে।” প্রসঙ্গত, অনুব্রত ইস্যুতে রাজপথে নেমেছে যুব তৃণমূল। তারই কটাক্ষ করেন সুকান্ত।