
“আমরা নতুন ভারত তৈরি করতে চাই। আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মুসলিমদের সঙ্গে নিয়ে এবার আমরা ভোটে লড়ব।” ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি এই কথা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। নির্বাচন ছিল এপ্রিলে। অর্থাৎ হাতে এক দেড় মাস। কিন্তু শমীকের হাতে রয়েছে ৮ মাস সময়। তাই কি, বাজপেয়ীর ভাবশিষ্য প্রথম দিনেই বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিলেন। সম্প্রতিক কালে বঙ্গ বিজেপি যেভাবে চলে এসেছে, তার থেকে একটু আলাদা পথে হেঁটে সংখ্যালঘুদের যে বার্তা দিলেন, তাতে স্পষ্ট বাজপেয়ীর দেখানো পথেই হাঁটতে চলেছেন শমীক। কিন্তু, এই পথে কি সাফল্য আসবে? কোন অঙ্কে খেলতে চাইছেন শমীক? চলুন, একবার খোঁজার চেষ্টা করি আমরা। কে শমীক? ...