BJP App: দল থেকে ‘ভূত’ তাড়াতে অ্যাপ বানিয়েছে বিজেপি, এক ক্লিকেই মিলবে ‘খবর’

BJP App: অ্যাপের মধ্যে দেখা যাবে সেই 'রেজিস্টার্ড' কর্মীর সমস্ত তথ্য। অ্যাপই বলে দেবে নির্দিষ্ট বুথ কর্মীর বুথের নাম, তাঁর ঠিকানা, দেখাবে সচিত্র পরিচয় পত্রও। ফলে কেউ 'ভুয়ো কর্মী' সেজে বসে আছেন কিনা তা জানা যাবে সহজেই।

BJP App: দল থেকে ভূত তাড়াতে অ্যাপ বানিয়েছে বিজেপি, এক ক্লিকেই মিলবে খবর
কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Aug 12, 2025 | 7:44 AM

কলকাতা: আদৌ নিজেদের দলেরই কর্মী তো? নাকি সংগঠনেও ঢুকে পড়ল ‘ভূতুড়ে’ কর্মী? বুথ স্তরে নজরদারি ফলাতে এবার তৎপর বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার শহরে আয়োজিত হয়েছিল বিজেপির ‘বুথ সশক্তিকরণ অভিযান’। সেখানেই কতটা দুধ আর কতটা জল বুঝে নিতে নতুন অ্যাপ প্রকাশ করল বিজেপি। নাম ‘সরল’।

নির্বাচনের আগে হঠাৎ কেনই বা অ্যাপে এত জোর দিচ্ছে বিজেপি? কী রয়েছে এই নতুন প্রযুক্তিতে? জানা গিয়েছে, নাম সরল হলেও এর কাজ বেজায় জটিল। বিজেপি সূত্রে খবর, সংগঠনের গরমিল ‘অঙ্ককে’ সরলীকরণের মাধ্যমে সমাধান করবে এই নতুন অ্যাপ। গোটা রাজ্যজুড়ে ৮১ হাজারের অধিক বুথ রয়েছে। যার মধ্যে সোমবারের সভা থেকে ৬৫ হাজার বুথে কমিটি তৈরির কথা ঘোষণা করেছে রাজ্য বিজেপি। কিন্তু এই কমিটিতে রয়েছে কারা? যুক্ত কর্মীরা ভুয়ো নয় তো? তলে তলে দলীয় ভাঙনের চেষ্টা চলছে না তো? এই সংক্রান্ত রিপোর্ট তৈরিতেই সাহায্য় করবে ‘সরল’ অ্যাপ। সহজ কথায়, সর্ষের মধ্য়ে ভূত নেই তো সেটাই খতিয়ে দেখতে নতুন অ্যাপ বানিয়েছে গেরুয়া শিবির।

অ্যাপ খুললেই সংশ্লিষ্ট বুথ কর্মীর ফোন নম্বর দিতে হবে। তারপর সেই নম্বরের ভিত্তিতে মোবাইলে একটি ওটিপি আসবে। এরপরেই অ্যাপের মধ্যে দেখা যাবে সেই ‘রেজিস্টার্ড’ কর্মীর সমস্ত তথ্য। অ্যাপই বলে দেবে নির্দিষ্ট বুথ কর্মীর বুথের নাম, তাঁর ঠিকানা, দেখাবে সচিত্র পরিচয় পত্রও। ফলে কেউ ‘ভুয়ো কর্মী’ সেজে বসে আছেন কিনা তা জানা যাবে সহজেই।

এই নিয়েই সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে হয়ে গেল রাজ্যস্তরে প্রশিক্ষণ। এরপর হবে জেলা স্তরে। তারপর আগামী ২৪ অগস্ট থেকে এই অ্যাপ ব্যবহার করে ‘দুধ ও জল’ আলাদা করবে রাজ্য বিজেপি। ইতিমধ্য়ে রাজ্যে ৬৫ হাজার বুথ কমিটি তৈরির কথা জানা গিয়েছে দলীয় সূত্রে। যাদের মধ্যে ৫০ হাজার বুথ কমিটি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও, ১৫ হাজারে বুথ কমিটিতে এখনও ভেরিফিকেশন বাকিএই প্রতি বুথ কমিটিতে আপাতত ভাবে রাখা হয়েছেজন সভাপতি এবংজন সহযোগীযদিও বিজেপির আরেকটি অংশের দাবি, এত বুথ কমিটি তৈরি কি আদৌ হয়েছে? নাকি সবটাই খাতায় কলমেঅবশ্য এবার সেই যাচাইয়ের কাজটাই করবেসরলঅ্য়াপ