Rakesh Singh arrested: গভীর রাতে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ

BJP leader Rakesh Singh arrested: বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কংগ্রেস। ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্তে নেমে একাধিক জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, রাকেশের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Rakesh Singh arrested: গভীর রাতে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ
বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার রাকেশ সিংImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 03, 2025 | 7:06 AM

কলকাতা: ছেলেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে অবশেষে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টা নাগাদ ট্যাংরার ওই ফ্ল্যাটে হানা দিয়ে রাকেশকে গ্রেফতার করা হয়েছে।

গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কুকথা বলার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। এরপরই রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের অভিযোগ ওঠে। রাহুল গান্ধীর ছবিতে কালো কালি লেপা হয়।

বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কংগ্রেস। ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্তে নেমে তিনজন বিজেপি কর্মী ও রাকেশ সিংয়ের এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, পুলিশ রাকেশের খোঁজ পায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় বিজেপি এই নেতাকে।

সোমবার রাকেশের ছেলে শিবম সিংকে গ্রেফতার করে পুলিশ। বাবাকে পালাতে সাহায্য করার অভিযোগে শিবমকে গ্রেফতার করা হয়। বিজেপি এই নেতাকে পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ উগরে দিচ্ছিল কংগ্রেস। অবশেষে অভিযোগ দায়েরের পাঁচদিন পর রাকেশকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ তাঁকে গাড়িতে তোলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দেন বিজেপি এই নেতা। একইসঙ্গে তিনি বলেন, “রাকেশ সিং ভয় পায় না।”