Sajal Ghosh: ১০ টাকা দিলেই মিলবে খাবার, কলকাতায় বড় উদ্যোগ সজলের, কবে থেকে শুরু, কারা পাবেন সুবিধা? জানুন বিস্তারিত

BJP Leader Sajal Ghosh: জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকেই বিজেপি নেতা সজল ঘোষ শুরু করছেন এই পদক্ষেপ। মধ্য ও উত্তর কলকাতার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য দশ টাকার বিনিময়ে বাড়িতে খাবার পৌঁছে দেবে বিজেপি। আর্থিক ভাবে পিছিয়ে থাকা বৃদ্ধ দম্পতিদের জন্যই মূলত এই উদ্যোগ।

Sajal Ghosh: ১০ টাকা দিলেই মিলবে খাবার, কলকাতায় বড় উদ্যোগ সজলের, কবে থেকে শুরু, কারা পাবেন সুবিধা? জানুন বিস্তারিত
সজল ঘোষের বড় উদ্যোগImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 8:49 PM

কলকাতা: করোনাকালে নিম্নবিত্ত মানুষের কাছে খাবার পৌঁছনোর জন্য সিপিএম চালু করেছিল ‘শ্রমজীবী ক্যান্টিন’। বিনামূল্যে খেটে খাওয়া মানুষদের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ নিয়েছিল বামেরা। এরপর রাজ্য সরকারের উদ্যোগে শুরু হল ‘মা ক্য়ান্টিন’। পাঁচ টাকার বিনিময়ে পথচলতি মানুষ,অফিস যাত্রী এবং ফুটপাথবাসীদের জন্য় শুরু হয় এই মা ক্যান্টিন। এবার ময়দানে বিজেপিও। কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে শুরু হচ্ছে দশ টাকার বিনিময়ে রাতের খাবারের ব্যবস্থা। নাম দেওয়া হয়েছে ‘চেটেপুটে’। কারা পাবেন এই সুবিধা?

জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকেই বিজেপি নেতা সজল ঘোষ শুরু করছেন এই পদক্ষেপ। মধ্য ও উত্তর কলকাতার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য দশ টাকার বিনিময়ে বাড়িতে খাবার পৌঁছে দেবে বিজেপি। আর্থিক ভাবে পিছিয়ে থাকা বৃদ্ধ দম্পতিদের জন্যই মূলত এই উদ্যোগ। যেসব বৃদ্ধ-বৃদ্ধারা বাড়িতে একা থাকেন,অসহায় তাদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ করছেন বিজেপি নেতা সজল ঘোষ। তবে তিনি পরিস্কার জানিয়েছেন,’মা ক্যান্টিনের’ সঙ্গে এর কোনও মিল নেই।

এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “সজল ঘোষ এই এলাকায় বরাবর জনসেবা মূলক কাজ করেছেন। আগেও আমাদের দল এই ধরনের জনসেবামূলক কাজ করেছে। অনেক সময় বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি থাকে না। তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ। তবে এটা কারোও পাল্টা নয় আগেই বলে দিলাম।”