কলকাতা: শুভেন্দু-সৌমেন্দু আগেই এসেছেন। ভোটের (West Bengal Assembly Election 2021) আগে এ বার প্রত্যক্ষভাবে কাঁথির সাংসদ শিশির অধিকারীকেও (Sisir Adhikari) দলে টানার আগ্রহ দেখাল মুরলীধর সেন লেন। শনিবার এক সাংবাদিক বৈঠক করে বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, “মানুষ চাইছে শিশির অধিকারী বিজেপির পতাকায় তলায় আসুন।” তিনি যখন এই মন্তব্য করছেন, তার কিছুক্ষণ আগেই জল্পনা বাড়িয়ে শিশিরের বাড়িতে গিয়ে বসে দুপুরের খাবার খেয়ে আসেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
এ দিনই আবার তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন বাজপেয়ীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সেই ইস্যুতেএ পালটা কটাক্ষ করতে ছাড়েননি শমীক। তিনি বলেন, “যশবন্ত সিনহা ডুবন্ত নৌকায় গেলেন। গোটা দলটাই আরও তাড়াতাড়ি ডুবে যাবে।” তাঁর আরও খোঁচা, “তৃণমূল খুব তাড়াতাড়ি আপন করে তাদের নিজের ভাষায় কথা বলাতে পারে।” অন্যদিকে শিশিরকে নিয়ে শমীকের বক্তব্য, “শিশিরবাবু হাতের তালুর মতো পূর্ব মেদিনীপুরকে চেনেন। তৃণমূলকে সেখানে তিনিই প্রতিষ্ঠা দিয়েছেন। তিনি বিজেপিতে আসুন, এটা মানুষই চাইছেন।”
আরও পড়ুন: লকেটকে সামনে বসিয়ে মাছ-ভাত খাওয়ালেন শিশির, পান সেজে দিলেন শুভেন্দুর মা
রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই দিল্লি সীমান্তের আন্দোলনরত কৃষকরাও রাজ্য আসবেন বলে জানিয়েছেন। তাঁরা যে বিজেপিকে ভোট না দেওয়ার বার্তা দিতে আসছেন সেটা আগে থেকেই স্পষ্ট করে রেখেছেন কৃষক নেতারা। তবে বিজেপির দাবি, কৃষি আইন বিরোধী নেতারা যত রাজ্যে আসবেন, ততই কৃষকরা সংঘবদ্ধ হবে। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে দুদফায় নির্বাচন করানোর ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: মমতাকাণ্ডে দিলীপ ঘোষেরা আরও সংবেদনশীল হন, সতর্ক করলেন শাহ-নাড্ডার