Suvendu Adhikari: ‘নিঃশর্তে ক্ষমা চান’, বার্লাকে আইনি নোটিস শুভেন্দুর
Suvendu Adhikari: আগে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন জন বার্লা। কিন্তু, মানুষের জন্য কাজ করতে চাইলে দল থেকেই তাঁকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। তা নিয়েই শুরু হয়েছে জোরদার চর্চা।

কলকাতা: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তা নিয়েই এখন জোর চর্চা দুই ফুলেই। এদিকে যোগদান পর্বে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে বার্লাকে। সরাসরি তোপ দেগেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাতেই ক্ষুব্ধ শুভেন্দু। এবার এক সময়ের সতীর্থ সেই বার্লার কাছে গেল শুভেন্দুর আইনি নোটিস।
শুভেন্দুর আইনজীবীর দাবি, এদিন তৃণমূলে যোগদানের সময় প্রেস মিটে শুভেন্দুকে নিয়ে যে দাবি করেছেন বার্লা তা ভিত্তিহীন, সর্বৈব মিথ্য়া। আর তার জন্য বার্লাকে বিনা শর্তে চাইতে হবে ক্ষমা। ক্ষমা যে চাইছেন তা লিখিত আকারে দিতে হবে শুভেন্দুকে। একইসঙ্গে ওই নোটিসেই বার্লার উদ্দেশে শুভেন্দুর আইনজীবী লিখছেন, ‘যে কোনও সরকারি, বেসরকারি, অথবা রাজনৈতিক ফোরামে আমার মক্কেল সম্পর্কে আর কোনও মানহানিকর মন্তব্য বা কটাক্ষ অবিলম্বে বন্ধ করতে হবে।’ কিন্তু ঠিক কী বলেছিলেন বার্লা?
আগে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন জন বার্লা। কিন্তু, মানুষের জন্য কাজ করতে চাইলে দল থেকেই তাঁকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “১৬০ কোটির হাসপাতাল বানাতে চেয়েছিলাম। রেলের জমিতে হাসপাতাল তৈরি হচ্ছিল। ১০০ শতাংশ ফান্ড জোগাড় করেছিলাম। বিরোধী দলনেতা আটকে দিয়েছিলেন। মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। কিন্তু, শুভেন্দু অধিকারী আটকে দেন। এভাবে আটকালে কে দলে কাজ করবে?” তাঁর এ মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রেগে লাল শুভেন্দু।





