কলকাতা: তিলোত্তমার বিচার চেয়ে নবান্ন অভিযানে দিনভর তপ্ত হয়ে রইল কলকাতা। রাজপথে রণক্ষেত্র। পুলিশকে ফাঁকি দিয়ে একেবারে নবান্নের দোড়গোড়াতেও পৌঁছে গেল আন্দোলনকারীরা। যদিও পাল্টা অ্য়াকশনে নামতে দেখা যায় পুলিশকেও। মাথা যেমন পুলিশের ফেটেছে তেমন আন্দোলনকারীরাও তাঁদের উপর বেনজির আক্রমণের অভিযোগ তুলেছে। ছাত্রদের উপর আক্রমণের প্রতিবাদে ইতিমধ্যেই বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়ে দিয়ছে বিজেপি। এদিন সাংবাদিক সম্মেলনে সেই ঘোষণা করতে দেখা যায় সুকান্তকে।
একইসঙ্গে পুলিশি ‘আক্রমণের’ বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্তর প্রশ্ন, “পুলিশ কেন শান্তিপূর্ণ, নিরস্ত্র মানুষের উপর লাঠিচার্জ করল? কেন মহিলাদের মারা হল? কেমিক্যাল মেশানো জল দিয়ে স্প্রে করা হয়েছে। বাংলায় জন্ম নিয়ে কি ছাত্র- ছাত্রীরা অপরাধ করেছে? পুলিশ মদ্যপ অবস্থায় এক মহিলার মাথায় লাঠির আঘাত করছে।”
অন্যদিকে তোপ দাগেন বামেদের বিরুদ্ধেও। তোলেন সেটিং তত্ত্ব! বলেন, “গত পরশু থেকে বামেরা নিজেদের সরিয়ে নিয়েছে। বলেছে এটা রামের আন্দোলন। বামপন্থীরা তৃণমূলের সঙ্গে সেটিং রাজনীতি করছে।” তাঁর স্পষ্ট দাবি, “বিজেপির ঘোষিত আন্দোলন নয়, বিজেপির ঘোষিত আন্দোলন হলে কী হবে তা বলার অপেক্ষা নেই! কালকের জন্য অপেক্ষা করুন।” প্রসঙ্গত, এদিন সকাল থেকেই হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান এলাকা পুলিশ জনতা খণ্ড যুদ্ধে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে জলকামান, কাঁদানে গ্যাস নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশও। লাঠিচার্জও হয় দিকে দিকে। এরইমধ্যে এবার বিজেপির বাংলা বনধ নিয়ে তুমুল চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনীতির পাড়ায়।