AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Bansal: লক্ষ্যমাত্রা থেকে যোজন দূরে, সোমে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করবেন বনসল

Sunil Bansal: এই মুহূর্তে বিজেপির লোকসভার সাংসদ সংখ্যা ১২। আর রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ। সব মিলিয়ে ১৪ সাংসদ। সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করবেন বনসল।

Sunil Bansal: লক্ষ্যমাত্রা থেকে যোজন দূরে, সোমে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করবেন বনসল
সুনীল বনসল (ফাইল ফোটো)
| Edited By: | Updated on: Dec 09, 2024 | 8:56 AM
Share

কলকাতা: লক্ষ্যমাত্রা এক কোটি। কিন্তু, এখনও পর্যন্ত ২৫ লক্ষের দোরগোড়ায় পৌঁছানো গিয়েছে। বারবার বার্তা দিয়েও কাজ হয়নি। ফলে বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে বাংলার বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সোমবার দিল্লিতে তিনি বৈঠক করবেন বলে সূত্রের খবর।

এই মুহূর্তে বিজেপির লোকসভার সাংসদ সংখ্যা ১২। আর রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ। সব মিলিয়ে ১৪ সাংসদ। তাঁদের সঙ্গে বৈঠক করে আরও তৎপর হওয়ার জন্য বনসল বার্তা দেবেন বলে সূত্রের খবর।

বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ কোটি। কিন্তু, এখনও পর্যন্ত ২৫ লক্ষ সদস্য সংগ্রহ করা গিয়েছে বলে বক্তব্য রাজ্য বিজেপির। লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সময়সীমা বাড়ানোর কথা বারবার বলেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। সময় বাড়ায় কেন্দ্রীয় নেতৃত্ব। ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তাতেও পরিস্থিতির খুব বদল হয়নি।

সদস্য সংগ্রহ অভিযান নিয়ে দলীয় বৈঠকে বারবার করে সাংসদ এবং বিধায়কদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন বনসল। ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার কলকাতায় দলীয় বৈঠকে রাজ‌্য নেতাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। কিন্তু তাতেও খুব কাজের কাজ হয়নি। ফলে এবার সাংসদদের নিয়ে বৈঠক করবেন বনসল। পরে আবার আলাদা করে বিজেপি পরিষদীয় দলকে নিয়ে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। তাতেও এই কয়েকদিনে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব কি না, সেই প্রশ্ন উঠছে।