
কলকাতা: সমর্থন বেড়েছে। তবে কলকাতা ও লাগোয়া এলাকায় গত কয়েকটি নির্বাচনে বিজেপির ফল খুব একটা ভাল নয়। এর কারণ কী? কলকাতা ও লাগোয়া এলাকায় দলের অবস্থা কেমন? বিধানসভা নির্বাচনের আগে ‘ভোট ম্যাপিং’ করতে চলেছে বঙ্গ বিজেপি। আজ (শুক্রবার) বিজেপির সল্টলেক দফতরে বৈঠকে বসছেন গেরুয়া শিবিরের নেতারা। কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের ভোট ম্যাপিং হবে ওই বৈঠকে।
এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও অন্য দায়িত্বপ্রাপ্তরাও এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর- দলের এই চারটি সাংগঠনিক জেলার মোট ২৮টি বিধানসভা আসনের বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ ম্যাপিং করবে বিজেপি।
আলোচনায় কী কী উঠে আসতে পারে?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত কয়েকটি নির্বাচনে কোন আসনে কেমন ফল হয়েছে, তা নিয়ে এদিনের বৈঠক আলোচনা হতে পারে। তৃণমূলের সঙ্গে কোথায় কত ব্যবধান, কোন এলাকায় প্রধান ইস্যু কোনটা, কোথায় মুসলিম জনসংখ্যা কেমন-এই নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, তফসিলি ভোটের পরিমাণ কোথায় কত, সেইসব এলাকায় দল কেমন আন্দোলন করছে, আন্দোলন করলে কেমন সাড়া মিলছে, তাও খতিয়ে দেখা হবে বৈঠকে। কতগুলো বুথ কমিটি গঠন হয়েছে, এমন নানা তথ্য নিয়ে আসনগুলির অতীত আর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। সূত্রের খবর, সেই বিশ্লেষণের ভিত্তিতে কলকাতা ও শহরতলির এই অংশে ভোটের রণকৌশল সাজাবে বিজেপি।
প্রসঙ্গত, লোকসভা ভোটে নিরিখে কলকাতা পৌরনিগমের ৪৭টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। খুব অল্প ব্যবধানে ১০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তারা। সেইসঙ্গে লোকসভা ভোটে তুলনামূলকভাবে দমদম এলাকায় ভাল ভোট পেয়েছিল গেরুয়া শিবির। পদ্ম শিবিরের নেতারা বারবার বলেছেন, সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ২ লক্ষ ৪০ হাজার ভোট না পেলে দমদম লোকসভা তাঁরাই জিততেন। এহেন আবহেই চার লোকসভার হিসাব নিকাশ বুঝতে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। সেই বৈঠকের নিরিখে বিধানসভা নির্বাচনে তারা কী রণকৌশল নেয়, সেটাই এখন দেখার।