West Bengal Election Results 2021: তিন কেন্দ্রেই জমানত খোয়াল বিজেপি, মুখরক্ষা শান্তিপুরে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 02, 2021 | 5:11 PM

BJP Bengal: চার কেন্দ্রেই জয়ী তৃণমূল। বিপুল ভোটের ব্যবধান প্রায় সব কেন্দ্রেই।

West Bengal Election Results 2021: তিন কেন্দ্রেই জমানত খোয়াল বিজেপি, মুখরক্ষা শান্তিপুরে
দিল্লিতে বিজেপির কর্মসমিতির বৈঠক (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা : বিধানসভা নির্বাচনে (Assembly Election) জয় না হলেও তৃণমূলকে জোর টক্কর দিয়েছিল বিজেপি (BJP)। গেরুয়া শিবিরকেই শাসক দলের মূল প্রতিপক্ষ হিসেবে দেখছিল রাজনৈতিক মহল। কিন্তু, উপ নির্বাচনে কার্যত ভরাডুবির শিকার হতে হল বিজেপিকে। প্রথম দফার উপ নির্বাচনে ভবানীপুর সহ তিন কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল (TMC)। আর এবার চার কেন্দ্রে বিজেপির যে শুধু হার হয়েছে তাই নয়, তিন কেন্দ্রেই জমানত খুইয়েছে বিজেপি। শুধুমাত্র শান্তিপুর কেন্দ্রে মুখরক্ষা হয়েছে। দিনহাটা, খড়দহ ও গোসাবায় বিজেপির জমানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট যত শতাংশ ভোট পড়েছে, তার ৬ ভাগের এক ভাগ ভোটও যদি কোনও প্রার্থী না পান, সে ক্ষেত্রে তাঁর জমানত বাজেয়াপ্ত হয়। এ ক্ষেত্রে তেমনটাই ঘটেছে তিন কেন্দ্রের প্রার্থীর ক্ষেত্রে।

দিনহাটায় বিজেপিকে পেতে হত অন্তত ৩৭,৫৪৭ টি ভোট। বিজেপি পেয়েছে ২৫,৪৮৬ টি ভোট। গোসাবায় পেতে হত ৩০,৮৬৮ টি ভোট, বিজেপি পেয়েছে ১৮,৪২৩ টি ভোট, খড়দহে পেতে হত ২৫,৮৩৭ টি ভোট, বিজেপি পেয়েছে ২০,২৫৪ টি ভোট।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘বিপুল জয় পেয়েছে তৃণমূল।’ আর এই জয়ের জন্য সন্ত্রাস, রিগিং-কেই দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, বিজেপির যে সব কর্মী বুথে যাবেন বা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন তাঁদের ভয় দেখিয়ে নিরস্ত করা হয়েছে। মানুষকেও ভয় দেখানো হয়েছে বলেও জানান তিনি। তারই ফলে বিজেপির এই হার বলেই তাঁর মত। বিজেপি নেতা বলেন, ‘এই ফলাফলে মানুষের স্বাভাবিক পছন্দ-অপছন্দ প্রকাশ পায়নি। স্বৈরাচারী শাসনেরই প্রতিফলন দেখা যাচ্ছে।’

অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, ‘বাংলার মানুষ আগেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিধানসভা নির্বাচনেও তাদের শিক্ষা হয়নি। উপ নির্বাচনেও হার হল বিজেপির। বোঝা গেল, মানুষ বিজেপির প্রতি বিরক্ত। তাঁর আরও দাবি, কেন্দ্রের বাহিনীর তত্ত্বাবধানে ভোট হয়েছে, তাই বিজেপির কোনও অভিযোগ খাটে না।’

উল্লেখ্য, উপনির্বাচনের চার আসনেই জয়ী তৃণমূল। খড়দহে ‘বহিরাগত’ শোভনদেব চট্টোপাধ্যায়ের ম্যাজিক কাজ করেছে। ৯৩ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। পরাজিত বিজেপির জয় সাহা। গোসাবায় রেকর্ড ভেঙে রেকর্ড গড়া জয় সুব্রত মণ্ডলের। সেখানেও বিজেপি প্রার্থী শান্তিপুরে জেতা আসনে হার বিজেপির। স্বাধীনতার পর শান্তিপুরে এই নিয়ে দ্বিতীবারের জন্য উড়ল জোড়াফুলের পতাকা। জয়ী তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী। পরাজিত বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস।  আর দিনহাটার অবস্থা সবথেকে উল্লেখযোগ্য। একুশের বিধানসভা নির্বাচনে যে দিনহাটা থেকে ১ লক্ষ ১৬ হাজার ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। ৬ মাসের ব্যবধানেই সেখানেই উলটপুরাণ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন্দ্রে ‘ফেল’ করা উদয়নের অবিশ্বাস্য ‘উদয়’। ওই কেন্দ্রে পরাজিত অশোক মণ্ডল পরাজিত।

আরও পড়ুন: By Election Results: বাংলা ছাড়াও দেশজুড়ে উপনির্বাচনের ফল প্রকাশ আজ, দেখে নিন এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী কার হার কার জিত…

Next Article