কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত থামছেই না। সম্প্রতি, রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধনখড়কে ব্লক করেছেন একাধিক তৃণমূল বিধায়ক ও সাংসদ। খোদ রাষ্ট্রপতির দরবারে রাজ্যপালের অপসারণের দাবি করেছেন লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও একই আবেদন করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বুধবার, নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যপালকে ‘ঘোড়ার পাল’ বলে কটাক্ষ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা ছাড়েননি রাজ্যপালও। রাজ্যের সঙ্গে ধনখড়ের এই সংঘাত নিয়ে মুখ্যমন্ত্রীকেই তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর কথায়, “মুখ্যমন্ত্রী আসলে সহ্য করতে পারছেন না যে ওঁকে প্রশ্ন করা হচ্ছে। তাহলেই তো ধরা পড়ে যাবে। মাননীয় রাজ্যপাল মহোদয় বেশ কিছু প্রশ্ন রেখেছেন। রাজ্য তার উত্তর দিতে পারেনি। মুখ্যমন্ত্রীকে বলব, আগে রাজ্যপালের প্রশ্নের উত্তর দিন। শ্বেতপত্র প্রকাশ করুন। তাহলেই স্পষ্ট বোঝা যাবে, কে ভুল বলছে আর কে ঠিক।”
বস্তুত, রাজ্যপালকে মুখ্যমন্ত্রী টুইটারে ব্লক করেছেন এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই টুইটারে মুখ্যমন্ত্রীকেই নিশানা করেন শুভেন্দু। লিখেছিলেন, “মনে হচ্ছে রাজ্যপাল অনেকটা কাছাকাছি চলে গিয়েছেন। রাজ্যপালের কঠিন প্রশ্ন তাঁকে (মমতাকে) নাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন! তাঁর শাসন ব্যবস্থা একেবারে সর্বকালীন তলানিতে এসে পৌঁছে গিয়েছে। প্রোটোকল লঙ্ঘন করে তিনি সংবিধান ও প্রশাসনিক সংস্কৃতিকে লজ্জায় মাথা হেঁট করে দিয়েছেন।”
CM in panic mode!
Looks like Governor is too close to the Can of Worms !
His tough questions have rattled her & how !!!
A new low in Governance by her.
She shamed the Constitution and administrative culture by violating protocols outrageously.— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 31, 2022
এরপর ফের আরও একবার রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা। বিশ্লেষকরা বলছেন, এদিন রাজ্যপালকে যেভাবে বিঁধেছেন মমতা, তা কার্যত নজিরবিহীন। অত্যন্ত কৌতুকের ভঙ্গিতে হালকা চালে একের পর এক তোপ দেগেছেন তিনি। টুইটারে রাজ্যপালকে ইতিমধ্যেই ব্লক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তিনি বলেন, ‘বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে, ‘এরজন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি, নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদার রাজ্যপাল!’
রাজ্যপাল অবশ্য প্রত্যাশিতভাবেই পাল্টা টুইট করেছিলেন। লিখেছিলেন, “রাজ্যের কেউ সাংবিধানিক রীতিনীতি ব্লক করতে পারে না। আইনের শাসনকে কেউ ব্লক করতে পারে না। সংবিধানের ১৫৯ ধারা এটা সুনিশ্চিত করে। যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা সংবিধানের প্রতি আস্থাশীল ও অনুগত থাকবেন। এই ধারা সেটাই সুনিশ্চিত করে।” অবশ্য তার কোনও আর উত্তর দেননি মমতা। বুধবারই ফের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্য়পালকে আক্রমণ করেন মমতা। পাল্টা রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, কোনও কুকথা বলেও তাঁকে সাংবিধানিক পদ থেকে সরানো যাবে না।
আরও পড়ুন: Kolkata Bus: অফিস টাইমে সহজে মিলবে না বাস! সরকারি জরিমানা বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি বাস সংগঠন