Ghatal flood: এবার ঘাটালের বন্যা নিয়ে মোদীকে চিঠি হিরণের, কী লিখলেন বিজেপি বিধায়ক?

Ghatal flood: প্রধানমন্ত্রীকে চিঠি লেখা নিয়ে এদিন বিধানসভার বাইরে হিরণ বলেন, "২ দিন আগেই ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলাম। মানুষ সাঁতরে বাড়ি ফিরছেন। একটা নৌকা নেই। কোনও ত্রাণ সামগ্রী নেই। খাবার-দাবার নেই। মানুষ হাহাকার করছেন। সেজন্য আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।"

Ghatal flood: এবার ঘাটালের বন্যা নিয়ে মোদীকে চিঠি হিরণের, কী লিখলেন বিজেপি বিধায়ক?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে কী লিখেছেন হিরণ চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 24, 2025 | 6:37 PM

কলকাতা ও ঘাটাল: বর্ষা এলেই প্লাবিত হয় ঘাটাল ও সংলগ্ন এলাকা। দশকের পর দশক ধরে শোনা যায় ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা। তা বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছে রাজ্যের শাসকদল। এবার ঘাটালের বন্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সম্ভব হলে বন্যা বিধ্বস্ত ঘাটালের মানুষকে সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক।

চিঠিতে প্রধানমন্ত্রীকে হিরণ লিখেছেন, “ঘাটালের পুরো এলাকায় জলমগ্ন। ন্যূনতম ত্রাণসামগ্রী, সুরক্ষা ব্যবস্থা না থাকায় মানুষ নিদারুণ কষ্টে রয়েছেন।” বন্যা বিধ্বস্ত ঘাটালে মানুষের জীবন সুরক্ষিত রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে রাজ্য সরকার ব্যর্থ বলে তিনি চিঠিতে লেখেন। নিয়ম মেনে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল কিংবা অন্য কোনও কেন্দ্রীয় জরুরি সহায়তার মাধ্যমে যদি বন্যাবিধ্বস্ত ঘাটালকে সাহায্য করা হয়, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রীকে।

মোদীকে চিঠি লেখা নিয়ে এদিন বিধানসভার বাইরে হিরণ বলেন, “২ দিন আগেই ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলাম। মানুষ সাঁতরে বাড়ি ফিরছেন। একটা নৌকা নেই। কোনও ত্রাণ সামগ্রী নেই। খাবার-দাবার নেই। মানুষ হাহাকার করছেন। সেজন্য আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যদি সম্ভব হয়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে যদি উনি ঘাটালের মানুষের জন্য কিছু করতে পারেন সেই আবেদন জানিয়েছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

ঘাটালের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রকে দুষছে তৃণমূল। ঘাটালের সাংসদ দেবকে নিয়ে প্রশ্ন ওঠায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “দেব তো ডুবুরি নয়। যে জলে ডুবে গিয়ে ডুবুরির মুখোশ পরে একজনকে বাড়ি থেকে বার করে আনবে। দেব একজন সাংসদ, তিনি ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য বারবার বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের টাকা দেওয়ার কথা, সেটা দেয়নি।”

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের শাসকদলের অভিযোগ নিয়ে হিরণ বলেন, “রাজ্য বারবার অভিযোগ করছে, কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি। কখনও অর্থ সাহায্য করেনি। এটা সর্বৈব মিথ্যে কথা। ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রথম দফার জন্য ২০২২ সালের ৩০ জুন ১২৩৮ কোটি ৯৫ লক্ষ টাকা মঞ্জুর করেছিল কেন্দ্রীয় সরকার। অনুমোদন দিয়েছিল। রাজ্যকে বলেছিল, জমি অধিগ্রহণ করে আমাদের জানাবেন, তাহলে এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু, রাজ্যের তরফে তারপর আর কেন্দ্রের সঙ্গে সাহায্য করেনি। জমি অধিগ্রহণের কথা লেখেনি। সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলছে রাজ্য।”