Abhijit Ganguly: তৃণমূলে আসা উচিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের: বিমান বন্দ্যোপাধ্যায়

Abhijit Ganguly: সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাঁর, তা সফল হয়নি। আর তার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তমলুকের সাংসদ। সেই মন্তব্য ঘিরে আলোড়ন গেরুয়া শিবিরে। বঙ্গ বিজেপির দফতরে এই নিয়ে বৈঠকও হয়েছে।

Abhijit Ganguly: তৃণমূলে আসা উচিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের: বিমান বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2025 | 7:58 PM

কলকাতা: ফের শিরোনামে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। প্রাক্তন বিচারপতির মন্তব্যে ইতিমধ্যেই অস্বস্তি বেড়েছে বাংলার গেরুয়া শিবিরে। আর এবার সেই অভিজিৎকেই তৃণমূলে আহ্বান জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের উন্নয়ন চাইলে অভিজিৎ-এর তৃণমূলে যোগ দেওয়া উচিত।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একসময় বিচারপতি থাকাকালীন একের পর এক নিয়োগ দুর্নীতির মামলায় রায় দেন তিনি। তাঁর নির্দেশেই কেন্দ্রীয় সংস্থা পুরোদমে তদন্ত শুরু করে। সেই অভিজিৎকে রাজনীতির ময়দানে দেখে সমালোচনা করেছিলেন অনেকেই। বছর দেড়েক পর আবারও তিনি শিরোনামে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাঁর, তা সফল হয়নি। আর তার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তমলুকের সাংসদ। সেই মন্তব্য ঘিরে আলোড়ন গেরুয়া শিবিরে। বঙ্গ বিজেপির দফতরে এই নিয়ে বৈঠকও হয়েছে। এবার তাঁকেই তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছেন স্পিকার।

রবিবার বারুইপুরের একটি দলীয় সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের তৃণমূলে জয়েন করা উচিত। উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান, ওঁর তৃণমূলে আসা উচিত।” শনিবারই সল্টলেকে বঙ্গ বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব আর কেন্দ্রীয় নেতৃত্ব একটি বৈঠক করে। সূত্রের খবর, এহেন পরিস্থিতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বিজেপির রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

উল্লেখ্য, তাঁর বক্তব্যে হিন্দি বলয়ের নেতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। প্রাক্তন বিচারপতির দাবি, বাংলার মন বোঝার জন্য দিল্লিবাসী নেতাদের দিয়ে কাজ হবে না।