
কলকাতা: উত্তরবঙ্গের ত্রাণ তহবিলের পাল্টা কেন্দ্রের তহবিল। রাজ্য়ের বিরুদ্ধে ইঙ্গিতে দিল্লির পাঠানো অনুদান তছরূপের অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কোথায় গেল বিপর্যয় মোকাবিলার জন্য পাঠানো ৫ হাজার কোটি টাকা? সেই প্রশ্নই তুললেন তিনি।
মঙ্গলবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন সুকান্ত। আর রাজধানীতে যাওয়ার আগেই বড় অভিযোগ করে দিয়েছেন তিনি। রাজ্যের উত্তরবঙ্গ তহবিল তৈরি নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের। অভিযোগ তুললেন কেন্দ্রীয় অনুদান তছরূপের। সম্প্রতি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর একটি ত্রাণ তহবিল গঠন করেছে রাজ্য সরকার। প্রশাসনিক মহল সূত্রে খবর, বিপর্যয় পরবর্তী পরিস্থিতি ঠেকাতে ও দুর্গতদের স্বাভাবিক জীবন প্রদানে এই ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। যেখানে যে কেউ নিজের সামর্থ্য মতো দান করতে পারবেন। যদিও এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি বলেই দাবি প্রশাসনিক কর্তাদের।
বিপর্যয় মোকাবিলা রাজ্য়ের নতুন ত্রাণ তহবিলের কথা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছেন বিরোধীরা। প্রশ্ন তুলেছেন কেন্দ্রের পাঠানোর অনুদান কোথায় খরচ হল? উল্লেখ্য়, করোনা সময়কালে এই রকমই একটি তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। মূলত, কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবিলার লক্ষ্যেই সেই তহবিল গঠন করে রাজ্য। এবারও একই ভাবে মানুষের পাশে দাঁড়াতে তৈরি হল নতুন তহবিল।
এদিন রাজ্য়ের এই নতুন তহবিল নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেন্দ্রের যে শেয়ার, যা প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। সেটা গেল কোথায়। সেই SDR ফান্ড, যেটার জন্য কেন্দ্র সরকার ৭৫ শতাংশ টাকা দেয়, সেটা গেল কোথায়? আমি যত দূর জানি, গত পাঁচ বছরে এই তহবিলে কেন্দ্র ৫ হাজার কোটি টাকা দিয়েছে।’ প্রসঙ্গত, এই SDR ফান্ড কেন্দ্রের তৈরি একটি তহবিল, যা রাজ্যগুলিকে বিপর্যয় মোকাবিলার দরুন দেওয়া হয়ে থাকে। যে কোনও বিপর্যয়ের সময় দুর্গতদের ক্ষতিপূরণ প্রদান, ধসে পড়া সড়ক-বাড়ি নির্মাণ নানা কাজেই এটি ব্য়বহার হয়ে থাকে।