কলকাতা: বুধবার দু’দিনের বাংলা সফরে কলকাতায় পা রাখছেন জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda)। এবং এই সফরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারকে চ্যালেঞ্জ করার তোড়জোড় করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বুধবার বিকেলে গৃহ সম্পর্ক অভিযানে মুখ্যমন্ত্রীর খাসতালুক গিরিশ মুখার্জি রোডে হাজির হবেন তিনি। আর বৃহস্পতিবার প্রায় সারা দিন কাটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে।
সূত্রের খবর, আগামীকাল দুপুর ১২টায় কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে দুপুর একটার মধ্যে তিনি পৌঁছে যাবেন হেস্টিংসে বিজেপির দফতরে। দলীয় কার্যালয়ে পৌঁছে নতুন নির্বাচনী অফিস উদ্বোধন করবেন তিনি। একই জায়গা থেকে ভিন্ন ভিন্ন ন’টি জেলার রাজ্য অফিসের সূচনাও করবেন।
এরপর মধ্যাহ্নভোজন সেরে ৩টে নাগাদ পৌঁছে যাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত গিরিশ মুখার্জি রোডে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে অংশ নিতে। দুপুর তিনটে থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত চলবে বিজেপির সর্বভারতীয় সভাপতির গৃহ সম্পর্ক অভিযান। এরপর সাড়ে ৪টে নাগাদ নাড্ডা পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরে। আধঘণ্টার মতো সেখানে থাকবেন তিনি। দর্শন ও পুজো করবেন।
আরও পড়ুন: কিষেণজী হত্যা তৃণমূল সরকারের ভুল ছিল: ছত্রধর
পরশু রাতে দিল্লি ফিরে যাবেন নাড্ডা। তবে তার আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন অভিষেকের গড় ডায়মন্ড হারবারে। সেখানে মৎস্যজীবী সম্প্রদায়ের একটি সামাজিক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এরপর রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘেও কিছুটা সময় কাটাবেন। শেষে সাংবাদিক বৈঠক করবেন নাড্ডা। ডায়মন্ড হারবারে যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভা নির্বাচনের আগে সভা করেছিলেন, সেখানেই সাংবাদিক বৈঠক করবেন তিনি। জানিয়েছেন বঙ্গ বিজেপির সহ-সভাপতি রীতেশ তিওয়ারি। বৃহস্পতিবার প্রায় সারাদিন ডায়মন্ড হারবারে কাটিয়ে রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন জেপি নাড্ডা।
আরও পড়ুন: ‘সংবাদমাধ্যমের একটা ইজ্জত আছে, সম্মান আছে’, বললেন মমতা