AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সংবাদমাধ্যমের একটা ইজ্জত আছে, সম্মান আছে’, বললেন মমতা

রানিগঞ্জ: তৃণমূলের এক নেত্রী বললেন, “দু’ পয়সার প্রেস”। বাহাত্তর ঘণ্টার মধ্যে ওই দলের আরও এক নেত্রী তথা সুপ্রিমো জানালেন, প্রেস মিডিয়ার একটা ইজ্জত রয়েছে। সংবাদ মাধ্যম নিয়ে তৃণমূল সাংসদ মহুয়ার (Mahua Moitra) মন্তব্য়ে যে ঝড় উঠেছিল, তা রুখে দেওয়া একটা ইঙ্গিত মিলল রানিগঞ্জে দাঁড়িয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যে। এ দিন রানিগঞ্জের সরকারি সভা […]

'সংবাদমাধ্যমের একটা ইজ্জত আছে, সম্মান আছে', বললেন মমতা
ছবি- নিজস্ব চিত্র
| Updated on: Dec 08, 2020 | 8:21 PM
Share

রানিগঞ্জ: তৃণমূলের এক নেত্রী বললেন, “দু’ পয়সার প্রেস”। বাহাত্তর ঘণ্টার মধ্যে ওই দলের আরও এক নেত্রী তথা সুপ্রিমো জানালেন, প্রেস মিডিয়ার একটা ইজ্জত রয়েছে। সংবাদ মাধ্যম নিয়ে তৃণমূল সাংসদ মহুয়ার (Mahua Moitra) মন্তব্য়ে যে ঝড় উঠেছিল, তা রুখে দেওয়া একটা ইঙ্গিত মিলল রানিগঞ্জে দাঁড়িয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যে।

এ দিন রানিগঞ্জের সরকারি সভা থেকে নেত্রী নিজের মুখে মহুয়ার নাম না নিলেও প্রেস মিডিয়ার সহযোগিতা চেয়ে সম্মান দেওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা প্রেস মিডিয়া। আপনাদের একটা ইজ্জত আছে সম্মান আছে।” সঙ্গে বিজেপিকে নিশানায় নিয়ে তিনি বলেন, “আপনার যখন আমাকে নিয়ে খবর করবেন একটু ক্রস চেক করে নেবেন। ওরা মিথ্যা কথা বলে। ওরা যা দাবি করে তাই খবর করবেন না। কেউ যদি মনে করে টাকার খাম দিয়ে কিছু কিনে নেবে, তা সম্ভব নয়। বাংলাকে এভাবে কেনা যায় না।” সংবাদমাধ্যমের কাছে থেকে সহযোগিতা চেয়ে মমতা আরও বলেন, ভালো-মন্দ সবকিছু জেলাশাসক ও পুলিস কমিশনারকে জানাবেন। এতে অনেক সমস্যার সমাধান হবে।

গত রবিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংবাদমাধ্যমকে “দু’পয়সার প্রেস” বলে কটূক্তি করেন। যা নিয়ে সব মহলে কার্যত নিন্দার ঝড় উঠেছে। একাধিক সংবাদ মাধ্যমে বয়কট করেছে মহুয়াকে। কিন্তু তারপরেও নিজের মন্তব্যের জন্য সরাসরি ক্ষমা না চেয়ে তির্যক টুইট করে আগুনে ঘি ঢেলেছেন তিনি। মহুয়ার মন্তব্য যে তৃণমূল সমর্থন করে না, সেটা এদিন জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিনের সভায় সরাসরি কিছু না বলেও প্রেস মিডিয়ার একটা ‘ইজ্জত’ আছে বলে উল্লেখ করেন মমতা।

আরও পড়ুন: “সংবাদমাধ্যম আমার হয়ে কাজ করলে ভাল, না হলেই গালমন্দ”! এবার মহুয়াকে বিঁধলেন তৃণমূলের বিধায়ক

মহুয়া মৈত্রর মন্তব্য নিয়ে সরাসরি মমতা কিছু না বললেও সংবাদমাধ্যমের ‘ইজ্জত’ বা ‘সম্মান’ নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা একপ্রকার কৌশলী বার্তা দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজের বক্তব্যের মাধ্যমে মমতা বুঝিয়ে দিতে চেয়েছেন, দলের কোনও সদস্য সংবাদমাধ্যমকে নিয়ে যাই বলে থাকুন না কেন, সেটা কখনওই তাঁর মন্তব্য নয়। মিডিয়াকে তাঁর ‘ইজ্জত’ দেওয়ার কথা মাধ্যমেই তাই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: “ওঁর কথা দলের কথা নয়”, ‘দু’পয়সার সাংবাদিক’ বিতর্কে মহুয়ার পাশে দাঁড়াল না তৃণমূল