BJP: জেলা সভাপতির তালিকায় বড় বদল, বাদ পড়লেন চার বিধায়ক

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 15, 2025 | 6:34 AM

BJP: দুই কলকাতায় নেই কোনও বদল। সভাপতিদের বাছাইয়ের ক্ষেত্রে সঙ্ঘ ঘনিষ্ঠতা গুরুত্ব পেয়েছে বলেই মনে করা হচ্ছে। 

BJP: জেলা সভাপতির তালিকায় বড় বদল, বাদ পড়লেন চার বিধায়ক
ফাইল ফোটো

Follow Us

কলকাতা: গত কয়েকদিন ধরে চলছিল জল্পনা। অবশেষে দোলযাত্রার দিন বিভিন্ন জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা শুরু করল বিজেপি। রাজ্যের মোট ৪৩ টি সাংগঠনিক জেলার মধ্যে ঘোষণা হল মোট ২৫টি জেলার সভাপতির নাম। কোনও কোনও জেলায় বদল হল না। আবার কোথাও কোথাও নতুন নেতাদের উপর আস্থা রাখছে গেরুয়া শিবির। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। তার আগে দলের ভিত পোক্ত করতে এই জেলা সভাপতিদের গুরুত্ব যে কতটা, তা বলাই বাহুল্য।

দুই কলকাতায় নেই কোনও বদল। সভাপতিদের বাছাইয়ের ক্ষেত্রে সঙ্ঘ ঘনিষ্ঠতা গুরুত্ব পেয়েছে বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে বারাসত, বসিরহাট, আরামবাগ, হাওড়া, জঙ্গিপুর, হুগলিতে সভাপতি বদল করা হয়েছে। কলকাতা উত্তর শহরতলি, পুরুলিয়াতেও এবার নতুন নাম। উত্তর নদিয়া, শিলিগুড়ির মতো জেলাগুলিতে পুরনোতেই আস্থা রেখেছে দল।

তমলুক সভাপতি ছিলেন সদ্য দল বদল করা তাপসী মণ্ডল, কাঁথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা। আরামবাগ জেলায় দায়িত্বে ছিলেন বিমান ঘোষ, যিনি পুরশুড়ার বিধায়ক। তাঁকেও সরানো হয়েছে। অর্থাৎ মোট চার বিধায়ককে সভাপতি পদ থেকে সরানো হয়েছে।

শুক্রবার মোট ২৫টি জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে পুরনো নাম রয়েছে ৮টি জেলায়, ১৭ টি জেলায় নতুন সভাপতি দায়িত্ব পেয়েছেন। কয়েকদিনের মধ্য়েই বাকি জেলাগুলির সভাপতিদের নাম ঘোষণা করা হবে। আপাতত রাজ্য সভাপতি কে হবেন, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। সেই পদ নিয়েও একাধিক জল্পনা রয়েছে।

Next Article