Samik Bhattacharya: জ্বর কমেছে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন শমীক?

Samik Bhattacharya admitted in hospital: বিজেপি সূত্রে খবর, জ্বর নিয়ে দলীয় কর্মসূচিতে গত কয়েকদিন যোগ দিচ্ছিলেন রাজ্য বিজেপির সভাপতি। ওষুধ খাচ্ছিলেন। তাতে জ্বর কমেনি। সূত্রের খবর, সোমবার সকালে দুর্বলতা অনুভব করেন শমীক। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Samik Bhattacharya: জ্বর কমেছে, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন শমীক?
শমীক ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 13, 2025 | 11:26 PM

কলকাতা: জ্বর নিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছিলেন। শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তা নিয়ে রাজ্য বিজেপিতে উদ্বেগ বেড়েছিল। তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর কমেছে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কোথাও এখনও কোনও সমস্যা ধরা পড়েনি। আগামিকাল (মঙ্গলবার) সকালে হাসপাতাল থেকে শমীককে ছাড়া হতে পারে বলে সূত্রের খবর।

বিজেপি সূত্রে খবর, জ্বর নিয়ে দলীয় কর্মসূচিতে গত কয়েকদিন যোগ দিচ্ছিলেন রাজ্য বিজেপির সভাপতি। ওষুধ খাচ্ছিলেন। তাতে জ্বর কমেনি। সূত্রের খবর, সোমবার সকালে দুর্বলতা অনুভব করেন শমীক। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

রাজ্য বিজেপির সভাপতি হাসপাতালে ভর্তি হওয়ায় দলে উদ্বেগ বাড়ে। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়িয়েছেন তিনি। গত সোমবার বন্যা ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিপর্যস্ত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের নির্দেশ দেন। উত্তরবঙ্গ থেকে ফিরে এসেও দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন। তবে এদিন কর্মসূচিতে যোগ দিতে পারেননি। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

তবে রাতের খবর, রাজ্য বিজেপি সভাপতির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার সকালেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। মঙ্গলবার হুগলিতে দলীয় এক কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। বিজেপি সূত্রে খবর, আগামিকাল হুগলির ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। কবে তিনি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার মতো সুস্থ হয়ে উঠবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতারা অবশ্য এই নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না।