প্রয়াগরাজ: ঠিক ৬ মাস আগে নৃশংসভাবে খুন করা হয়েছিল তিলোত্তমাকে। আজ (৯ ফেব্রুয়ারি) তাঁর জন্মদিন। তিলোত্তমার বাবা-মার আহ্বানে রাস্তায় নামতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। মৌন মিছিলে অংশ নিয়েছেন তিলোত্তমার বাবা-মা। আর এদিন মহাকুম্ভে গিয়ে তিলোত্তমার স্মৃতিতে তর্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রয়াগরাজে তিলোত্তমার নামে একটি আমগাছও রোপণ করেন তিনি।
সপরিবারের প্রয়াগরাজে গিয়েছেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিলোত্তমার জন্মদিনে লড়াইয়ের বার্তা দেন তিনি। বলেন,” তিলোত্তমার শোকসন্তপ্ত বাবা-মাকে আমি আশ্বস্ত করতে চাই, ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চলতে থাকবে।” তিলোত্তমার জন্মদিন উপলক্ষে প্রয়াগরাজে সপরিবার পুণ্যস্নানের পর তাঁর স্মৃতিতে তর্পণ করেছেন বলেও জানান।
প্রয়াগরাজে তিলোত্তমার নামে আমগাছ লাগালেন সুকান্ত মজুমদার
শুধু তাই নয়, দুই মেয়েকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে তিলোত্তমার নামে একটি আমগাছও লাগিয়েছেন সুকান্ত। বলেন, “মহাকুম্ভে যে ক্যাম্প রয়েছে, সেখানে আমার মেয়েদের সঙ্গে নিয়ে এই আমগাছ রোপণ করলাম। যতদিন প্রয়াগ থাকবে, তিলোত্তমার নাম মানুষের মনে থাকবে। আমরা তিলোত্তমাকে ভুলিনি। ভুলতেও দেব না। আমাদের সকলের প্রয়াসে যারা এই বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত, তারা সবাই শাস্তি পাবে। প্রত্যেক মেয়ে আমাদের ঘরে সম্পদ, লক্ষ্মী। এই লক্ষ্মীদের রক্ষা করার জন্য এগিয়ে আসুন।”
অন্যদিকে, এদিন তিলোত্তমার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মার সঙ্গে দেখা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও জানিয়েছেন, তিলোত্তমার পরিবার লড়াই না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। সবাইকে তিলোত্তমার বাবা-মার পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।