মুকুলের বিরুদ্ধে জোড়া মামলার প্রস্তুতি বিজেপির, চাপ বাড়ছে ‘চাণক্য’র?

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 19, 2021 | 8:20 PM

Mukul Roy BJP: আইনি পথে ঠিক কীভাবে হাঁটা হবে সেই রোডম্যাপ নির্ধারণ করতে ইতিমধ্যেই সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা শুরু করেছে বিজেপি

মুকুলের বিরুদ্ধে জোড়া মামলার প্রস্তুতি বিজেপির, চাপ বাড়ছে চাণক্যর?
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেমন কথা তেমন কাজ। মুকুর রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত করা নিয়ে এ বার আদালত মুখো হতে চলেছে বিজেপি। সূত্রের খবর, মুকুল রায়ে ইস্যুতে জোড়া মামলার পথে অগ্রসর হচ্ছে গেরুয়া শিবির। প্রথম মামলাটি অবশ্যই মুকুলের পিএসি চেয়ারম্যান পদ খারিজদের দাবিতে। দ্বিতীয় মামলাটি মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে করা হতে পারে বলে খবর সূত্রের।

বিজেপির পরিষদীয় দল সূত্রে খবর, প্রথমে মুকুলকে পিএসি চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়ে একটি মামলা করা হবে। পরবর্তী মামলাটি হবে মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের মাধ্যমে তাঁর বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়ে। আইনি পথে ঠিক কীভাবে হাঁটা হবে সেই রোডম্যাপ নির্ধারণ করতে ইতিমধ্যেই সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা শুরু করেছে বিজেপির পরিষদীয় দল। সূত্রের খবর, জোড়া মামলা দায়ের নিয়ে খসড়া তৈরির কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। চলতি সপ্তাহে সেই কাজ শেষ হলেই বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

মুকুলের রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে যে মামলা ইতিমধ্যেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলছে, তাতে স্পষ্টতই সন্তুষ্ট নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিরুদ্ধে বিজেপি ছেড়েও বিজেপি বিধায়ক পদ আঁকড়ে থাকার যে অভিযোগ শুভেন্দুরা তুলেছেন, সেই অভিযোগ আদৌ গ্রহণযোগ্য কি না তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ। বিধানসভায় এর পরবর্তী শুনানি রয়েছে ৩০ জুলাই। যদিও গত ১৬ জুলাই এই নিয়ে শুনানি শেষেই শুভেন্দু জানিয়ে দেন তিনি আদালতে যাবেন। যা নিয়ে মুকুলের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, “যেখানে খুশি যাক না! আদালতে যেতেই পারে।” আরও পড়ুন: ‘এমন কাজ করবেন না যাতে কাশ্মীরে ডিউটি করতে হয়,’ জেলার এসপি-কে হুমকি শুভেন্দুর

 

Next Article