BJP District Committee: মধ্য়রাত অবধি চলেছে বৈঠক, ৭-৮ দিনের মধ্যে বড় ঘোষণা করতে চলেছে বিজেপি

BJP District Committee: নানা বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হলেও কেন্দ্রবিন্দু থেকেছে কমিটিতেই। শনিবার আবার মধ্যরাত পার করেও চলেছে এই কমিটি গঠনের বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল।

BJP District Committee: মধ্য়রাত অবধি চলেছে বৈঠক, ৭-৮ দিনের মধ্যে বড় ঘোষণা করতে চলেছে বিজেপি
Image Credit source: X

| Edited By: Avra Chattopadhyay

Aug 05, 2025 | 10:48 AM

কলকাতা: শুক্র থেকে রবি, পূর্বনির্ধারিত পরিকল্পনা মতোই টানা চলেছে বিজেপির জেলা কমিটি গঠনের বৈঠক। গেরুয়া শিবির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্য ৪৩টি সাংগঠনিক জেলা কমিটি গঠনের জন্য পয়লা অগস্ট থেকে ৪ঠা অগস্ট পর্যন্ত এই বৈঠক চলবে। গতকাল অর্থাৎ সোমবার ছিল সেই বৈঠকের শেষদিন। তবে কি এবার কমিটি গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বঙ্গ বিজেপি?

দলীয় সূত্রে খবর, আগামী ৭-৮ দিনের মধ্য়ে জেলা কমিটি গঠন করা হবে। চার দিন ধরে লাগাতর চলা বৈঠকের আলোচনার অভিমুখও ছিল সেই কমিটি গঠনের দিকেই। আরও নানা বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হলেও কেন্দ্রবিন্দু থেকেছে কমিটিতেই। শনিবার আবার মধ্যরাত পার করেও চলেছে এই কমিটি গঠনের বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল।

এই কমিটি গঠনের আলোচনায় প্রতিটি জেলার সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন শমীকরা। পাশাপাশি, রাজ্যের মোট সাতটি মোর্চা, যথাক্রমে যুব মহিলা মোর্চা, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি মোর্চা, কিষাণ মোর্চা, ওবিসি মোর্চার সঙ্গে পৃথক পৃথক ভাবেও বৈঠকে বসেছে রাজ্য় বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

কিন্তু এই জেলা কমিটিতে প্রাধান্য পাবে কারা? কেমনই বা হবে কমিটির চেহারা? সূত্রের খবর, দলে যাতে আদি-নব্য দ্বন্দ্ব বাড়তি ‘উস্কানি’ না পায়, সেই কথা মাথায় রেখেই পুরনো ও নতুনদের মিশেলে তৈরি হবে এই জেলা কমিটিগুলি। কোনও মতে বাদ দেওয়া হবে নতুন নেতা-কর্মীদের। এছাড়াও বাড়তি অগ্রাধিকার পাবেন সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা। অগ্রাধিকার পাবেন পুরনোরা।