BJP: এবার কোন পথে আন্দোলন? ঠিক করতে শুক্রবারই বড় বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির হেভিওয়েটরা

BJP: রামনবমী আর হনুমান জয়ন্তীতে যত বেশি সম্ভব মানুষকে সংযুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন পদ্ম শিবিরের নেতারা। সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর।

BJP: এবার কোন পথে আন্দোলন? ঠিক করতে শুক্রবারই বড় বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির হেভিওয়েটরা
জোর চর্চা বঙ্গ বিজেপির অন্দরে Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Apr 03, 2025 | 11:32 PM

কলকাতা: বেজে গিয়েছে ভোটের বাদ্যি। পারদ চড়ছে রাম নবমী নিয়েও। এই মুহূর্তে আর কোনওভাবেই সময় নষ্ট করতে রাজি নয় পদ্ম শিবির। এদিকে এখনও ১০ টি জেলার সভাপতি নাম ঘোষণা বাকি। বেশ কিছু জায়গায় মণ্ডল স্তরে কমিটি গঠন বাকি রয়েছে। ভোটের আগে সেই কাজই দ্রুত সেরে ফেলতে চাইছে বিজেপি। শুক্রবার বিকেল ৪টে নাগাদ সল্টলেক দফতরে বিজেপির সাংগঠনিক বৈঠক হবে বলে জানা যাচ্ছে। থাকবেন সুনীল বনশাল, অমিত মালব্যরা। থাকবেন রাজ্য সভাপতি-সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

এখনও যে ১০ জেলার সভাপতি নাম ঘোষণা বাকি, বেশ কিছু জায়গায় মণ্ডল স্তরে যে কমিটি গঠন বাকি রয়েছে তা নিয়েও আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। এসএসসি নিয়ে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার যুব মোর্চা ও রাজ্য দলের দু’টি কর্মসূচি ঘোষণা করেছেন। তার পাশাপশি জেলা স্তরে কর্মসূচি নেওয়া, সেই সঙ্গে এসএসসি-র চাকরি বাতিল সংক্রান্ত আন্দোলনে অল আউট অ্যাটাকে কতটা ঝাঁপানো যাবে, তাও নিয়ে বৈঠক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 

রামনবমী আর হনুমান জয়ন্তীতে যত বেশি সম্ভব মানুষকে সংযুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন পদ্ম শিবিরের নেতারা। সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর। অন্যদিকে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের প্রতিবাদে মুসলিম সংগঠনগুলি পথে নামতে শুরু করেছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ করছে। এহেন আবহে বঙ্গে বিজেপির কি করণীয় হবে, কি করতে হবে তাও নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের বৈঠকে।