The Bengal Files Controversy: ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখাতে কৌশলী বিজেপি, রাজ্যে হবে আরও এক ‘ফিল্ম ফেস্টিভ্যাল’

BJP’s Film Festival: রুদ্রনীলের দাবি, এখানে সেই সমস্ত ছবিই দেখানো হবে যেগুলি মানবিকতার কথা বলে, গণতান্ত্রিক অধিকারের কথা বলে। এখানেই দেখা যাবে বেঙ্গল ফাইলস। সাউ জানাচ্ছেন তিনি। তাঁর কথায়, “কেন এই সিনেমা দেখানো হবে না? গোটা দেশে মুক্তি পেয়ে গিয়েছে।”

The Bengal Files Controversy: ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখাতে কৌশলী বিজেপি, রাজ্যে হবে আরও এক ‘ফিল্ম ফেস্টিভ্যাল’
নতুন পদক্ষেপের পথে বিজেপি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Sep 06, 2025 | 6:44 PM

কলকাতা: শুরু থেকেই বিতর্কের অন্ত নেই। এবার বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখাতে কৌশলী বঙ্গ বিজেপি। রাজ্যে সমান্তরাল চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে চলেছে। আরও পরিষ্কার করে বললে, কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, সেখানে দেশ, বিদেশ, অঞ্চলিক ও বাংলা সিনেমা দেখানো হবে। তার জন্য শহরের একাধিক কেন্দ্রীয় সরকারি প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হবে বলে খবর। থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক মানের অভিনেতা, পরিচালকরা। 

বঙ্গ বিজেপির তরফে রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষরা গোটা বিষয়ের দায়িত্ব সামলাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব সেই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে গোটা দেশে ৫ তারিখ মুক্তি পেয়েছে বেঙ্গল ফাইলস। কিন্তু দেখা যাচ্ছে না বাংলার প্রেক্ষাগৃহগুলিতে। তাহলে সেই সিনেমা এবার দেখা যাবে এই ফিল্ম ফেস্টিভ্য়ালে? যদিও রুদ্রনীল ঘোষ বলছেন, “এরা আমাদের অন্যায় বা ভুলগুলোকে মেনে নেয় না। তাই এরা বাদ। এরকম করতে গেলে তো অর্ধেক পশ্চিমবঙ্গবাসী বাদ হয়ে যাচ্ছে। তার জন্য তো একটা মানুষের রিলিফের জায়গা দরকার রয়েছে। সেই উইন্ডোটা খুলে দেওয়ার জন্যই এই উদ্যোগ। সবার জন্য নিরপেক্ষভাবে একটা জায়গা তৈরি করার চেষ্টা হচ্ছে।” 

রুদ্রনীলের দাবি, এখানে সেই সমস্ত ছবিই দেখানো হবে যেগুলি মানবিকতার কথা বলে, গণতান্ত্রিক অধিকারের কথা বলে। এখানেই দেখা যাবে বেঙ্গল ফাইলস। সাউ জানাচ্ছেন তিনি। তাঁর কথায়, “কেন এই সিনেমা দেখানো হবে না? গোটা দেশে মুক্তি পেয়ে গিয়েছে। ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয় দেখানো হয়। বলা হয় আপানরা দেখালে পরে বারোটা বাজিয়ে দেব। সেই সিনেমা হলের মালিকরা অশান্তির ভয়ে এড়িয়ে যায়। এরা সবাই অপেক্ষা করছে ২০২৬ সালের ফলাফলের জন্য।”