Bhawanipur: মমতার নির্দেশ পেতেই ফের ‘বৈধ ভোটার’ খুঁজতে দোরে দোরে যাচ্ছেন BLA-রা, কী বলছে ভবানীপুরের অঙ্ক?

SIR in Bengal: গত লোকসভা নির্বাচনে এই বিধানসভার ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৪ এই পাঁচটি ওয়ার্ডে বাংলার শাসকদল পিছিয়ে ছিল বড় ব্যবধানে। এগিয়ে ছিল মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ড।

Bhawanipur: মমতার নির্দেশ পেতেই ফের ‘বৈধ ভোটার’ খুঁজতে দোরে দোরে যাচ্ছেন BLA-রা, কী বলছে ভবানীপুরের অঙ্ক?
কী বলছেন বিএলএ? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 18, 2025 | 6:32 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভার বিএলএদের নিয়ে বৈঠকে বসেছিলেন। তারপরই এলাকায় এলাকায় স্ক্রুটিনি করতে বেরিয়ে পড়েছেন বিএলএ প্রত্যেকেই। মঙ্গলবার এসআইআর-এর খসড়া তালিকা সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে এই ভাবনীপুর থেকেই বাদ বাদ পড়েছে ৪৪ হাজার ৭৮৬ জনের নাম। তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে পুরো মাত্রায়। বিরোধীরাও নানা মন্তব্য করতে শুরু করেছেন। অন্যদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিধায়ক হওয়ায় ভবানীপুর বিধানসভা যে রাজ্যের সবথেকে হাইপ্রোফাইল এলাকা তা বলাই বাহুল্য। 

গত লোকসভা নির্বাচনে এই বিধানসভার ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৪ এই পাঁচটি ওয়ার্ডে বাংলার শাসকদল পিছিয়ে ছিল বড় ব্যবধানে। এগিয়ে ছিল মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ড। মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের ৭৩ নম্বর ওয়ার্ড এবং সংখ্যালঘু অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ডও তৃণমূলকে লিড দিয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ড ৭৩ নামমাত্র ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছিল। 

ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ার পর ভবানীপুর বিধানসভা থেকে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম বাদ গিয়েছে। এরমধ্যে মমতা প্রত্যেক বছর মিত্র ইন্সটিটিউশনে ভোট দিতে যান মমতা। ভবানীপুরের এটি ২৬০ নম্বর বুথ। সেই বুথে এসআইআর-এ বাদ পড়েছে ১২৭ জন ভোটারের নাম। এরমধ্যে মৃত ও স্থানান্তরিত ভোটার মিলিয়ে সংখ্যা ২৬-এর আশপাশে। কিন্তু বাকি প্রায় শতাধিক ভোটাররে। তা নিয়েও চাপানউতোর চলছে। নাম বাদ যাওয়া খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের নিয়ে বৈঠকে বসেন।  বৈধ নাম যাতে বাদ না যায় তার জন্য প্রত্যেক বিএলএ-কে সতর্ক থাকতে বলেছিলেন তিনি। এমনকি কোন বৈধ প্রচারের নাম বাদ হয়ে গেলে, শুনানির সময় সেই ভোটারের পাশে দাঁড়াতেও বিএলএ’দের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

এর পরই দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভার বিভিন্ন পার্টে বিএলএ-রা নেমে পড়েছেন।  হাতে ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। কারো নাম বাদ পড়েছে কিনা বা কোন ভুল এসেছে কিনা, তাও প্রতিটি বাড়িতে পৌঁছে জনে জনে জিজ্ঞাসা করছেন। ৭৪ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর পার্টের বিএলএ দীপঙ্কর চক্রবর্তী বলছেন, “যে সমস্ত বৈধ ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, তাঁদের নাম নাম এসেছে কিনা আমরা দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম বলে দিয়েছেন বাড়ি বাড়ি স্ক্রুটিনি করতে হবে। নির্বাচন কমিশনের কোনও গাফিলতিতে যদি বৈধ ভোটারের নাম বাদ গিয়ে থাকে তাহলে তাঁদের নাম যাতে আবার চলে আসে আমরা সেই ব্যবস্থা করে দেব। তাই চেক করছি।”