SIR: সময়ের মধ্যে কি এনুমারেশন ফর্ম বিলি সম্ভব? নতুন আবেদন BLO মঞ্চের
Enumeration form distribution: গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর ঘোষণা করে কমিশন। ১১ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলির পর সেগুলি সংগ্রহ করবেন বিএলও-রা। এরপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

কলকাতা: আটদিনের মধ্যে ভোটারদের এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে। সময় বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গত ৪ নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হয়েছে। ভোটারদের ফর্ম দেওয়ার জন্য ১১ নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। কিন্তু ওই সময়ের মধ্যে কি প্রত্যেক ভোটারকে ফর্ম দেওয়া সম্ভব? এই নিয়ে আশঙ্কায় বিএলও ঐক্য মঞ্চই। তাই, এনুমারেশন ফর্ম বিলির জন্য সময়সীমা বাড়ানোর আবেদন জানাল তারা।
কী বলছে বিএলও ঐক্য মঞ্চ?
বিএলও ঐক্য মঞ্চের বক্তব্য, ৪ নভেম্বর থেকে ফর্ম বিতরণ শুরু হলেও এনুমারেশন ফর্ম পর্যাপ্ত সরবরাহ না থাকায় রাজ্যের বহু এলাকায় বিএলও-রা দেরিতে কাজ শুরু করতে বাধ্য হয়েছেন। বেশ কিছু জায়গায় ইআরও অফিস প্রথম দুই দিন ফর্ম সরবরাহই করতে পারেনি। বিএলও ঐক্য মঞ্চের বক্তব্য, এই পরিস্থিতিতে ১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণের নির্দেশ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। তাই, ফর্ম বিতরণের জন্য সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল বিএলও ঐক্য মঞ্চ। ফর্ম বিতরণের সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছে তারা।
গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর ঘোষণা করে কমিশন। ১১ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলির পর সেগুলি সংগ্রহ করবেন বিএলও-রা। এরপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই খসড়া তালিকার উপর আবেদন জানানোর সময় দেওয়া হয়েছে। সেই আবেদন খতিয়ে দেখা হবে। আর ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বেঁধে দিয়েছে কমিশন। এখন বিএলও ঐক্য মঞ্চের আবেদন মেনে এনুমারেশন ফর্ম বিলির সময়সীমা বাড়ানো হয় কি না, সেটাই দেখার।
