SIR: প্রথম দিনেই ১৮ লক্ষের বেশি ফর্ম বিলি করলেন বিএলও-রা, কোনও গন্ডগোলের খবর নেই
SIR in West Bengal: এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে পর্যাপ্ত বিএলও নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজনৈতিক দলগুলি মোট ৬৩ হাজার ৯৪০ জন বিএলএ নিয়োগ করেছেন।

কলকাতা: মঙ্গলবার থেকে রাজ্যে বুথ লেভেল এজেন্টরা (BLO) বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করলেন। আর কমিশনের হিসেব বলছে, বাংলায় প্রথম দিনই ১৮ লক্ষের বেশি ফর্ম দিয়েছেন বিএলও-রা। প্রথম দিন ফর্ম দেওয়াকে কেন্দ্র করে কোথাও কোনও গন্ডগোলের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ার জন্য রাজনৈতিক দলগুলি মোট ৬৩ হাজার ৯৪০ জন বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ করেছেন।
গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বেড়েছে। বিএলও-দের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। বিএলও-দের নিরাপত্তা দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। কমিশন অবশ্য় স্পষ্ট করে দিয়েছে, বিএলও-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের। তারপর পশ্চিমবঙ্গের নোডাল অফিসার কমিশনের সঙ্গে বৈঠকে জানান, বিএলও-দের নিরাপত্তার বিষয়টি তাঁরা সুনিশ্চিত করতে পদক্ষেপ করছেন।
এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে এদিন এনুমারেশন ফর্ম দেওয়া শুরু হয়। প্রথম দিন রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ফর্ম দেওয়া হয়। জানা গিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ১৮ লক্ষের বেশি ফর্ম দেওয়া হয়েছে। আগামী ১ মাস এই ফর্ম দেওয়া হবে। রাজ্যের প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম পৌঁছে দেবেন বিএলও-রা।
এদিকে, এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে পর্যাপ্ত বিএলও নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজনৈতিক দলগুলি মোট ৬৩ হাজার ৯৪০ জন বিএলএ নিয়োগ করেছেন। এর মধ্যে বিজেপির বিএলএ রয়েছেন ২৪ হাজার ৮৫৮ জন। সেখানে কিছুটা পিছিয়ে তৃণমূল। রাজ্যের শাসকদলের বিএলএ রয়েছেন ১৩ হাজার ৫২৬ জন। সিপিএমের ১৮ হাজার ৭০৬ ও কংগ্রেসের ৫ হাজার ৭৯৭ জন বিএলএ রয়েছেন।
এদিন, ফর্ম দিতে গিয়ে একাধিক জায়গায় নথি চাওয়ার অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানাল, বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্টদের কোনও নথি দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এমনকি বিএলও-রা নথি নেবেন না। তাঁরা শুধু এনুমারেশন ফর্ম দেবেন এবং নিয়ে আসবেন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ডিইও, ইআরও এবং বিএলও-দের পূর্ণ সময়ের জন্য এসআইআরের কাজ করতে হবে বলে কমিশন জানিয়েছে।
