কলকাতা: রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনেই ভরসন্ধ্যায় বোমাবাজি! বুধবার সন্ধ্যাবেলায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল কসবা থানা এলাকায়।
সূত্রের খবর, বুধবার সন্ধে ৭টা নাগাদ ১০-১৫টি মোটর বাইক ও দু’টি চারচাকার গাড়ি ঢোকে কসবার নস্কর হাট রোডে। এরপর তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রীর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বোমা ছুড়ে চম্পট দেয় তারা। বোমার বিকট শব্দে কেঁপে ওঠে সারা পাড়া। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় কসবা থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: হুইপ উপেক্ষা করে বিধানসভায় গরহাজির তৃণমূলের ‘অনুগত’ ও ‘বেসুরো’ বিধায়করা
ঘটনার সময় অবশ্য বাড়িতে ছিলেন না চন্দননগরের বিধায়ক। রাত ৯টা নাগাদ বাড়ি ফিরে এই বোমাবাজির খবর পান তিনি। বিষয়টি নিয়ে ইন্দ্রনীলের প্রতিক্রিয়া, “কে বা কারা এই কাজ করেছে জানি না। তবে যারাই করুক, কাপুরুষের মতো কাজ করেছে তারা।’’ তিনি আরও যোগ করেন, এই ঘটনায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হবে। এর পিছনে কোনও রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে কসবা থানা।