Bratya Basu: ইউনিয়ন রুম দখল করে বছরের পর বছর বসে থাকা? বড় মন্তব্য ব্রাত্য বসুর

Bratya Basu:শুধু কলকাতা নয়, একই সঙ্গে রাজ্যেরও বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ উঠেছে। এই নিয়েই এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। ইউনিয়ন রুম দখল করে বছরের পর বছর বসে থাকা নিয়ে শিক্ষা-দফতর ভাববে বলেও জানিয়েছেন তিনি।

Bratya Basu: ইউনিয়ন রুম দখল করে বছরের পর বছর বসে থাকা? বড় মন্তব্য ব্রাত্য বসুর
ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 08, 2025 | 8:37 PM

কলকাতা: কসবাকাণ্ডের পর বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের ‘দাদাগিরি’-র ছবি সামনে এসেছে। পাস আউট হয়ে যাওয়ার পরও বছরের পর বছর কলেজের ইউনিয়ন রুম দখল করে রাখার অভিযোগ তৃণমূলের যুব নেতাদের বিরুদ্ধে। শুধু কলকাতা নয়, একই সঙ্গে রাজ্যেরও বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ উঠেছে। এই নিয়েই এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। ইউনিয়ন রুম দখল করে বছরের পর বছর বসে থাকা নিয়ে শিক্ষা-দফতর ভাববে বলেও জানিয়েছেন তিনি। খোদ শিক্ষামন্ত্রী এই নিয়ে আলোচনা করবেন বলায় বিষয়টি যে নিতান্তই বড় বিষয় তা বলার অপেক্ষা রাখে না।

গত কয়েক বছরে রাজ্যের প্রায় কোনও কলেজেই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অথচ ইউনিয়ন চলছে, ইউনিয়ন রুমও খোলা থাকছে। বিরোধী দলগুলির দাবি, তৃণমূলের ছাত্র যুবরা বছরের পর বছর ধরে এই ইউনিয়ন রুমগুলি দখল করে রাখছে। ইতিমধ্যেই সেই মামলার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত।এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আর এবার  সেই মামলায় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যতদিন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন ব্রাত্য বসুকে। তিনি বলেন, “কোর্ট অর্ডার হয়েছে। আইনজীবীকে বলেছি এসওপির ভিত্তিতে জমা দিতে বলেছি। মুখ্যসচিবকে বলেছি। আমাদের বিভাগ এরপর ভাববে।”