SSC Recruitment Case: সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি: ব্রাত্য বসু
SSC Recruitment Case: আইনি প্রক্রিয়া এখনও চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন ব্রাত্য বসু।

ব্রাত্য় বসুImage Credit: TV9 Bangla
কলকাতা: এমন কিছু করা উচিত নয়, যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা না হয়। এসএসসি অফিসের সামনে বিক্ষোভের মাঝে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারাদের কী কী বললেন ব্রাত্য, দেখুন।
- কারা স্কুলে যেতে পারবে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। যাদের বলা হচ্ছে ‘নন-টেন্টেড’। সেই অনুযায়ীই আমরা এগোচ্ছি। এটাকে নিয়ে জলঘোলা করে রিভিউ পিটিশনে বিপদ টেনে আনছে।
- অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। আমাদের কিছু করার নেই। সেই তালিকা পাবলিক ডোমেনে আছে।
- ১৭,২০৬ যে যোগ্য তা মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে। আমাদের সেই ক্ল্যারিফিকেশন অনুযায়ী, যোগ্য শিক্ষকরা কাজে ফিরুন।
- চাকরিহারারা বৈঠক চেয়েছিলেন। আমরা আগেই বলেছিলাম, আইনি পরামর্শ ছাড়া এগোব না। কিছু দাবি আইন অনুযায়ী মেটানো যাবে। সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি। সর্বোচ্চস্তরের আইনি পরামর্শদাতারাই এ কথা বলেছেন।
- আগেই বলেছিলাম, আমরা যা করব, আইনি পরামর্শ নিয়ে করব। সব পদক্ষেপ সেই আইনি পরামর্শ নিয়েই করা হচ্ছে। এমন কিছু করা উচিত নয়, যা রিভিউ পিটিশন দুর্বল করে।
- আপনাদের জন্যই এসএসসি লড়ছে। সরকার আপনাদের পাশে আছে। আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনাদের কাজ আপনারা করুন।
- সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষকরা কাজে ফিরে যান। বেতনের কথা মুখ্যমন্ত্রী আজও বলেছেন। বেতন নিশ্চিত করার দায়িত্ব আমি নিচ্ছি। সেই কাজও চলছে।
