Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu: ‘এবার হয়ত বদলাও চাইব’, বামেদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি ব্রাত্যর?

Bratya Basu: শিক্ষামন্ত্রীর পালটা প্রশ্ন, বাম আমলে কি কোনও অন্যায় হয়নি? মানুষ খুন হয়নি? ধর্ষণ হয়নি? জমি কাড়া হয়নি?

Bratya Basu: 'এবার হয়ত বদলাও চাইব',  বামেদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি ব্রাত্যর?
ব্রাত্য বসু
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 7:15 AM

কলকাতা : ‘বদলা নয়, বদল চাই’ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। আর এরপর গত ১২ বছরে জল গড়িয়েছে অনেক। এবার বদলার হুঁশিয়ারি তৃণমূলের। সম্প্রতি বামেদের দুর্নীতির প্রমাণ সামনে আনতে মরিয়া হয়ে উঠেছে শাসক তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সমস্ত দফতরকে। কিন্তু প্রশ্ন উঠছে, ২০১১ থেকে ২০২৩, বামেদের দুর্নীতি সামনে আনতে কেন এত বছর সময় লাগল? বাম আমলে যে সব অভিযোগ উঠেছিল ক্ষমতায় এসে তার বিচার তৃণমূল কেন করল না? এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রথম ১২ বছরে যা হয়নি, পরবর্তী ১২ বছরেও হবে না, এমন কথা নেই। এবার আমরা হয়ত বদলও চাইব বদলাও চাইব।

টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের কথাবার্তা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দফতর যখন একের পর এক অভিযোগে জেরবার তখন শিক্ষামন্ত্রীর পালটা প্রশ্ন, বাম আমলে কি কোনও অন্যায় হয়নি? মানুষ খুন হয়নি? ধর্ষণ হয়নি? জমি কাড়া হয়নি?

তাঁর দাবি, তৃণমূল সরকার আরও ১২ থেকে ১৫ বছর ক্ষমতায় থাকবে। তাই প্রথম ১২ বছরে ব্যবস্থা নেওয়া না হলেও পরবর্তী ১২ বছরে তা নিশ্চয়ই হবে বলে ওই অনুষ্ঠানে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি মনে করেন, যারা দুর্নীতি পরায়ণ তাঁরা একদিন না একদিন ধরা পড়বেই, সে তাঁরা যে দলেরই হোক না কেন।

এই প্রসঙ্গে ব্রাত্য বসু উল্লেখ করেন, এক সময়ে চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন গ্রেফতার হয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আবার সম্প্রতি বিজেপির আমলে গ্রেফতার হন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম। আর এভাবেই ‘চাকা ঘোরে’ বলে এদিন মন্তব্য করেছেন ব্রাত্য বসু। একই সঙ্গে আরও একবার মনে করিয়ে দিয়েছেন যে শ্বেতপত্র প্রকাশের কাজ চলছে। বাম দুর্নীতির প্রমাণ খুব দ্রুতই প্রকাশ্যে আনা হবে।

অন্যদিকে ব্রাত্য বসুর আরও দাবি, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে মানিক ভট্টাচার্যের সঙ্গে এখনও কেন দলের সম্পর্ক রয়েছে এই প্রশ্নের উত্তরে ব্রাত্য বলেন, হতে পারেন তিনি সপরিবারে জেলে রয়েছেন। কিন্তু বিষয়টি এখনও বিচারাধীন। কিছুই প্রমাণ হয়নি। বিধায়ককে বহিষ্কারের এক্রিয়ার তাঁর নেই বলেও জানিয়েছেন ব্রাত্য বসু।