Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news
West Bengal News Today Live: শুনলাম, শুনানিতে ডেকে নাকি নাম বাদ দিতে পারে: মমতা
Breaking News in Bengali Live Updates:উত্তরবঙ্গের কোচবিহারের পর বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সেদিকেও। অপরদিকে, ভোটের পারদ যখন চড়ছে, সেই সময় আবার খবর শেখ শাহজাহান। গতকাল তাঁর একটি মামলার সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অন্যতম সাক্ষী। তারপর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আজ সারাদিন ঠিক কী কী ঘটল? চোখ রাখুন লাইভে।
কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: নিজস্ব চিত্র
বাংলায় চলছে এসআইআর এর কাজ। আজ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। একটা করে দিন কাটছে আর ভোটের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহারের পর বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সেদিকেও। অপরদিকে, ভোটের পারদ যখন চড়ছে, সেই সময় আবার খবর শেখ শাহজাহান। গতকাল তাঁর একটি মামলার সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অন্যতম সাক্ষী। তারপর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আজ সারাদিন ঠিক কী কী ঘটল? চোখ রাখুন লাইভে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
11 Dec 2025 07:05 PM (IST)
নাম বাদের আশঙ্কা প্রকাশ মমতার
এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গতকাল একটা খবর শুনলাম, জানি না সত্যি কি না। যাঁরা ঠাকুমা, ঠাকুরদার নাম দিয়েছে তাঁদের শুনানিতে ডাকা হবে, নাম বাদ দেওয়া হবে। যাঁরাই শুনানিতে যাবেন তাঁদের নাম বাদ দিয়ে দেবে।’ তাঁর সংযোজন, ‘শুনানিতে যাবেন। ফাইট করবেন। সরকার মে আই হেল্প ইউ তৈরি করে দিচ্ছে। পার্টির লোকেরাও সাহায্য করবে।’
11 Dec 2025 07:02 PM (IST)
কোন রাজ্য়ে কত সময় বাড়ল?
আন্দামান নিকোবর, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়ে ফর্ম জমা দেওয়ার জন্য ১৮ তারিখ অবধি সময় বেঁধে দিয়েছে তাঁরা।
এই দু’রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হচ্ছে এক সপ্তাহের সময়সীমা।
তামিলনাড়ু ও গুজরাটে ১৪ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে নতুন ডেডলাইন।
একমাত্র উত্তর প্রদেশ পেয়েছে সর্বাধিক সময়। সেখানে ফর্ম জমা দেওয়ার জন্য পরিবর্তিত তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ডিসেম্বর।
11 Dec 2025 07:02 PM (IST)
সময় বাড়ল এসআইআর-এর
৫ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ানো হচ্ছে সময়। মূলত পিছিয়ে থাকা রাজ্য়-কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাঁরা জানিয়েছে, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, গুজরাট, মধ্য় প্রদেশ, ছত্তীসগঢ়-সহ মোট পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান নিকোবরে বাড়ানো হচ্ছে সময়।
11 Dec 2025 01:52 PM (IST)
২০২৯ সালের আগে উল্টোবে: মমতা
বিজেপির ‘পতন’ শীঘ্রই, হুঙ্কার মমতার। নদিয়ার কৃষ্ণনগর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘২০২৯ সালের নির্বাচন পর্যন্ত যেতে হবে না। ওদের গদি তার আগেই উল্টে যাবে।’
11 Dec 2025 01:22 PM (IST)
ছেলের মৃত্যুর পরও কেন অভিযোগ দায়ের করলেন না এখনও?
শেখ শাহজাহানের সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা। তাতে গাড়ি চালক ও ভোলার ছেলের মৃত্যু। আর এই দুর্ঘটনার পর থেকেই শেখ শাহাজাহান ও লরি চালক আলিম মোল্লার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় ন্যাজাট থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একের পর এক অভিযোগ করেছেন ভোলানাথ। ছেলের মৃত্য়ু হয়েছে। তারপরও থানায় অভিযোগ দায়ের করতে কীসের এত দেরি? ভোলার পরিবারের ভূমিকাতেও বাড়ছে প্রশ্ন।