AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ চলেছেন দুই জনপ্রিয় তৃণমূল ছাত্রনেতা: সূত্র

| Updated on: Dec 08, 2025 | 9:28 AM
Share

Breaking News in Bengali Live Updates: মমতার কোচবিহার সফর, সেই কোচবিহারেই প্রথমসারির নেতাদের মধ্যে দানা বেঁধেছে গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে কলকাতায় আবার ফুল-বদলের সম্ভবনা। শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিতে পারেন দুই জনপ্রিয় তৃণমূল ছাত্রনেতা। সব মিলিয়ে ভোটের আগেই চড়ছে রাজনীতি। নজরে আজ সারাদিন।

West Bengal News Today Live: শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ চলেছেন দুই জনপ্রিয় তৃণমূল ছাত্রনেতা: সূত্র
প্রতীকী ছবিImage Credit: X

LIVE NEWS & UPDATES

  • 08 Dec 2025 09:08 AM (IST)

    কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী

    • আজ কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
    • কর্মসূচি শেষে কলকাতায় ফিরবেন মঙ্গলবার।
    • এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি রাজনৈতিক সভা করার কথা রয়েছে তাঁর।
    • বিকালে রয়েছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক।
    • আগামিকাল মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি।
  • 08 Dec 2025 09:07 AM (IST)

    বাংলায় দলবদলের ‘ঝোড়ো হাওয়া’

    • তৃণমূলের হাত ছাড়তে চলেছে দুই জনপ্রিয় ছাত্রনেতা, যা ঘিরে জল্পনা শাসকশিবিরের অন্দরে জল্পনা তুঙ্গে।
    • সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার বিজেপিতে যোগ দেবেন সেই দুই পরিচিত মুখ।
    • তাঁদের সঙ্গী হতে পারেন আরও অনেক অনুগামীরাও।
    • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই হবে ‘ফুলবদল’।

কলকাতা: বাড়ছে বাংলার ভোটের তাপ। দ্বৈরথ নামিয়েছে শাসক-বিরোধী। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে এক নাগাড়ে চলছে মৌখিক তরজা। এই আবহে কোচবিহারে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন আগামিকাল।

Published On - Dec 08,2025 9:07 AM