-
22 Dec 2025 02:00 PM (IST)
মুসলমান অত বোকা নেই: হুমায়ুন
- হুমায়ুন উল্লেখ করলেন ছোট্ট সরকারি ফ্ল্যাটে থাকতেন বুদ্ধবাবু। তাঁর প্রশ্ন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর পারিবারিক জমি ঠিক কতটা ছিল?
- খেলা-মেলা করে সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন মুখ্যমন্ত্রী।
- বিজেপিকেও নিশানা হুমায়ুনের। শুভেন্দু অধিকারীর উদ্দেশে বললেন, “২০০টা সিটে লড়লে, ১০০টা সিটে জিতে যাব। দেখব আপনি কতবড় পালোয়ান। আমার গায়ে হাত দিয়ে দেখাবেন।”
- “মুসলমানদের বলা হল দুধেল গাই। কী দিয়েছেন আপনি? কজন মুসলিমকে চাকরি দিয়েছেন? মুখে ভালবাসা! মুসলমান অত বোকা নেই, মূর্খ নেই। অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে।”
- “মুখে বলছেন বাঙালির কথা। কীর্তি আজাদ বাঙালি, না শত্রুঘ্ন সিনহা বাঙালি? ইউসুফ পাঠান বাঙালি?”
-
22 Dec 2025 01:58 PM (IST)
বিএলএ-দের মমতার দাওয়াই
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন তৃণমূলের বিএলএ ১ এবং বিএলএ ২-রা। তাঁদের কাছে পেয়েই বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন মমতা। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের দ্বিতীয় পর্যায়ে আরও কাজ বাড়ল তৃণমূলের বিএলএ-দের। ভোটার যাচাই থেকে ভোটারদের সহযোগিতা, সর্বক্ষণ রাখতে হবে কান খাড়া।
দেখুন কী দাওয়াই দিলেন মমতা, ক্লিক করুন এখানে
-
-
22 Dec 2025 01:50 PM (IST)
ব্রিগেডে সভা করে দেখাব: হুমায়ুন কবীর
- ‘২২টি সিটে খাতা খুলে দেখাবেন। বিজেপির যা কৌশল, অর্থবল তাতে ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে। আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কের দলকে জিরো করব।
- তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষকে কড়া ভাষায় আক্রমণ হুমায়ুনের।
- ‘আগামী জানুয়ারি মাসে ব্রিগেড ময়দানে সভা করে দেখাব। পারলে হুমায়ুন কবীরকে রুখে দেবে। ৩১ জানুয়ারির আগেই হবে।’ কুণাল ঘোষকে চ্যালেঞ্জ হুমায়ুনের।
-
22 Dec 2025 01:48 PM (IST)
মমতাকে চ্যালেঞ্জ হুমায়ুনের
- বেলডাঙা, রেজিনগরের বিধায়করা কেউ ২০১১-তে টিকিট পায়নি। আমরা (কংগ্রেস) ২২টা সিটে লড়ে ১৪টা জিতেছিলাম।
- হুমায়ুন কবীর নিজের বিধায়ক পদ তুচ্ছ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে চলে গিয়েছিলেন।
- মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ। সংবাদমাধ্যমে মুখোমুখি বসার ইচ্ছা প্রকাশ করলেন হুমায়ুন।
- আমি যদি কোনও গদ্দারি করে থাকি, আপনি বলবেন। আপনি আমার সঙ্গে কী করেছেন, সেটা বাংলার মানুষকে জানাব। সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে।
- আপনি রাতের অন্ধকারে কাদের সঙ্গে কথা বলে আমাকে সাসপেন্ড করলেন! আখরুজ্জামান, আবু তাহের খান, নাড়ুগোপাল মুখোপাধ্যায়, অপূর্ব সরকারদের কাছে জানতে চাইলেন, হুমায়ুনকে দল থেকে বের করে দিলে কোনও ক্ষতি হবে? তারা বলে দিল, না হবে না।
-
22 Dec 2025 01:41 PM (IST)
হুমায়ুনের দল ঘোষণার পর কী বলছে তৃণমূল
তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “দল গড়তেই পারেন। নির্বাচনে কী প্রভাব পড়বে, সেটা ফলাফলেই বোঝা যাবে। কেউ বা কারা পিছন থেকে মদত দিয়ে ভোট ভাগ করার চেষ্টা করছে। মানুষের বোঝা উচিত এদের ভোট দিলে বিজেপিরই লাভ হবে।তৃণমূল মানুষের সঙ্গে থেকে রাজনীতি করে। হুমায়ুন কী করবে, তার কোনও প্রভাব পড়বে না।”
-
-
22 Dec 2025 01:36 PM (IST)
দল ঘোষণার পর যা বললেন হুমায়ুন
- সিদ্ধার্থশঙ্কর রায়ও আমার বাড়িতে এসেছেন। তাঁর স্ত্রী মায়া রায়ও এসেছিলেন, প্রণববাবু এসেছিলেন। অধীরবাবু তো ১০০ আমার বাড়িতে এসেছেন। লাঞ্চ করেছেন, ডিনার করেছেন।
- আমি যখন সিদ্ধান্ত নিলাম কংগ্রেস করব না। কারণ অধীরবাবুর বাড়ির লোকেরা আমাকে জাত তুলে অপমান করেছিল। বলেছিলাম, আমি এ কথা শুনতে রাজি নই। আমার টাকা ব্যবসা থেকে আসে। মিথ্যাচার করে কোনও টাকা রোজগার করিনি। নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করিনি।
- ছোট থেকে ব্যবসা করেছি। আমার বাবার পাঁচ সন্তান। জেনে বুঝে কখনও অন্যায় করিনি।
-
22 Dec 2025 01:25 PM (IST)
কমিশনের অফিসে বিজেপির এজেন্ট: মমতা
কমিশনের অফিসে বিজেপি এজেন্ট রাখা হয়েছে বলেই আশঙ্কা তৃণমূল সুপ্রিমোর। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। বললেন, ‘শুনেছি কমিশনের অফিসে বিজেপির এজেন্ট রয়েছে। ইচ্ছেমতো নাম বাদ দিচ্ছে। পুরো তালিকাটা বিজেপি করছে। এমন নির্লজ্জ কমিশন, আমি জীবনে দেখিনি।’
-
22 Dec 2025 01:23 PM (IST)
বিএলএ-দের নজরদারির নির্দেশ মমতার
নজর রাখতে হবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিএলএ-দের বারংবার এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘প্রতি এলাকায় খবর রাখুন কেন্দ্রের লোককে দিয়ে রাজ্যের অফিসারদের উপর নজরদারি করানো হচ্ছে! কারা করছেন? আমার সমস্ত তথ্য চাই।’
-
22 Dec 2025 01:22 PM (IST)
নতুন দল, প্রার্থী ঘোষণা হুমায়ুনের
- হুমায়ুনের নতুন দল ঘোষণা। দলের নাম থেকে ‘জনতা উন্নয়ন পার্টি’।
- ভরতপুর ও রেজিনগর- দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন কবীর। এছাড়াও একগুচ্ছ কেন্দ্রে প্রার্থী ঘোষণা।
- হুমায়ুনের মঞ্চে দেখা গেল তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের।
- শুধু মালদহ-মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছেন না হুমায়ুন। বালিগঞ্জ, ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
-
22 Dec 2025 12:35 PM (IST)
আমার বাবা-মায়ের জন্ম শংসাপত্র দিতে পারব না: মমতা
মমতা: আমার বাবা-মায়ের জন্ম শংসাপত্র চাইলে দিতে পারব না। ওনারা তো বাড়িতে হয়েছিলেন, হাসপাতালে নয়। মোদী-শাহের কাছে চাইলে ওরা দিতে পারবেন? ভুয়ো শংসাপত্র দেবেন। আমরা ফেক বানাই না, বড় দিন আসছে, কেক বানাই।
-
22 Dec 2025 12:33 PM (IST)
কমিশনের ‘ভুলের’ তালিকা
- কোনও মহিলা বিয়ে করেছেন, কিন্তু পদবি বদলাননি। কমিশন এমন একাধিক মহিলা ভোটারের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ মমতার।
- নাম নিয়েও বিভ্রাট তৈরির অভিযোগ মমতার। তার দাবি, ‘ইংরেজিতে নামটা অন্য শোনাচ্ছে, কিন্তু বাংলায় অন্য়। কিন্তু সেই বিভ্রাটের জন্য নাম বাদ দেওয়া হয়েছে।’
- রাজ্য জুড়ে ভুল ম্যাপিংয়ের অভিযোগ মমতার। তাঁর দাবি, ‘সম্পূর্ণ ভুল ম্যাপিং হয়েছে। ২০০২ সালের পর যে পুনর্বিন্যাস হয়েছিল, সেটা কি এসআইআর-এ ধরা হয়েছিল? একটি ভোটারের নাম ২০০২ সালে অন্য ঠিকানায় ছিল, কিন্তু পুনর্বিন্যাসের পর ওয়ার্ড বদলেছে ঠিকানাও বদলেছে।’
- বিএলওদের দোষ নেই। কমিশনকে দুষে ৪৬টি ‘প্রাণ নেওয়ার’ অভিযোগ তুললেন মমতা।
-
22 Dec 2025 12:23 PM (IST)
বিজেপির বিরুদ্ধে তোপ
মমতা: কলকাতা জেলা আগে অন্যরকম ছিল। আগে ১০১টি ওয়ার্ড ছিল, ১৪৪টি ওয়ার্ড রয়েছে। কারণ ২০০৯ সালে আসন পুনর্বিন্যাস হয়েছিল। গোটা এসআইআর প্রক্রিয়াটাই অপরিকল্পিত। চাইলে আমার গলাও কেটে দিতে পারেন, তাও আমি মানুষের কথা বলবই।
-
22 Dec 2025 12:20 PM (IST)
উন্নয়ন বন্ধ!
মমতা: গায়ের জোরে যে কাজ করতে দু’বছর করতে লাগে, সেটা দু’মাসে করতে হবে? যাতে সরকারে আগের ছয় মাস কোনও উন্নয়ন মূলক কাজ করতে না পারে?
-
22 Dec 2025 12:18 PM (IST)
গণতন্ত্রকে ধ্বংস করতে চায়
- নির্বাচনের দু’মাস আগে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়ার চক্র।
- ইতিমধ্যে ৪৬ জন মারা গিয়েছেন।
- মতুয়াদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে, আদিবাসীদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে।
- কেন্দ্রীয় এজেন্সির অনেকেও বিএলও হয়েছেন, এটা এই প্রথম
-
22 Dec 2025 12:14 PM (IST)
নেতাজি ইন্ডোরে মমতা
বিএলএ দের নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হল এই বৈঠক।
মূলত শহর কলকাতা ও সংলগ্ন জেলা থেকে এলেন প্রতিনিধিরা।
সূত্রের খবর, কলকাতা ও সংলগ্ন অঞ্চলের ৪০ টি বিধানসভার বিএলএ উপস্থিত হয়েছেন মমতার ডাকে।
-
22 Dec 2025 11:38 AM (IST)
খসড়া তালিকা বেরতেই ‘নিখোঁজ’ পিসি
পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের মাজি পাড়ার বাসিন্দা ভীমচন্দ্র মণ্ডল। বয়স ওই ৭০-এর গোড়ায়। সম্প্রতি খসড়া তালিকা প্রকাশের পর তিনি নিজের নাম খুঁজে পেয়েছেন এএসডি বা বাদ পড়াদের তালিকায়। তাঁর নামের পাশে লেখা রয়েছে মৃত।
একই বাড়িতে থাকেন তাঁর দিদি, বছর ৮৮-এর সারথী মণ্ডল। তিনি বাড়িতেই রয়েছেন। কিন্তু এসআইআর-এ প্রকাশিত খসড়া বাদের তালিকা অনুযায়ী আপাতত নিখোঁজ। আর এই দেখেই মাথায় হাত গোটা পরিবারের।
-
22 Dec 2025 11:05 AM (IST)
হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি?
- আজ নতুন দলের ঘোষণা করবেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর।
- সূত্রের খবর, তাঁর দলের নাম হচ্ছে “জনতা উন্নয়ন পার্টি”।
- মির্জাপুর থেকে নতুন দলের ঘোষণা করা হবে।
- পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করবেন, এমনটাই সূত্রের খবর।
- সূত্রের খবর, নিজের নতুন দলের জন্য টেবিল প্রতীক চিহ্নই নির্বাচন কমিশনের কাছে চাইবেন। সেই প্রতীক না পেলে দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ।
-
22 Dec 2025 10:49 AM (IST)
বিএলও অ্য়াপে নতুন সংযোজন
বিএলও অ্যাপে নতুন সংযোজন।
শুনানি নোটিশ যে ভোটারের কাছে পৌঁছেছে তা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে নতুন অপশন।
সংশ্লিষ্ট ভোটার শুনানিতে আসুক বা না আসুক তাঁকে যে ডাকা হয়েছিল সেই বিষয়টি নিশ্চিত করতেই এই নতুন অপশন চালু করল নির্বাচন কমিশন।