West Bengal-India News Today Highlights: ভোটার দিবসে রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল, ব্লকে ব্লকে দুটি করে মিছিল

Live: রাজ্য নির্বাচন কমিশনার (CEO) মনোজ আগারওয়ালের সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করার কথা থাকলেও, সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। সিইও-র অনুপস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে কমিশনের সঙ্গে বৈঠক স্থগিত হলেও রাজপথ ছাড়ছে না শাসক দল।

West Bengal-India News Today Highlights: ভোটার দিবসে রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল, ব্লকে ব্লকে দুটি করে মিছিল
পথে নামছে তৃণমূলImage Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 25, 2026 | 2:18 PM

LIVE NEWS & UPDATES

  • 25 Jan 2026 02:18 PM (IST)

    BLO: সেরা BLO-র পুরস্কার পেয়েছিলেন, সেই BLO-ই এবার যাচ্ছেন শুনানিতে কাগজ দেখাতে

    সাজ্জাদ হোসেন

    নির্দিষ্ট সময়ের আগে SIR-এর কাজ শেষ করেছিলেন।

    তারপর সেরা বিএলও-র পুরস্কার পেয়েছিলেন। এবার সেই বিএলওকেই ধরানো হল শুনানির নোটিস।

    নিজের নামে শুনানির নোটিস নিজেই নেন বংশীহারী ব্লকের ২০৮ নম্বর পার্টের বিএলও সাজ্জাদ হোসেন।

    বিস্তারিত পড়ুন: SIR News: সেরা BLO-র পুরস্কার পেয়েছিলেন, সেই BLO-ই এবার যাচ্ছেন শুনানিতে কাগজ দেখাতে

     

  • 25 Jan 2026 12:01 PM (IST)

    ফের বাংলায় আসছেন অমিত শাহ

    • আগামী ৩১শে জানুয়ারি বারাসতে জনসভা অমিত শাহের। বারাসতের কাছারি ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা ওই সভার।
    • ১৯ জানুয়ারি বারাসতের কাছারি ময়দানেই সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ৩১ জানুয়ারি সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • 25 Jan 2026 11:47 AM (IST)

    কমিশনে যাচ্ছে না তৃণমূল

    • বহরমপুরে অভিষেক

      রাজ্য নির্বাচন কমিশনার (CEO) মনোজ আগারওয়ালের সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করার কথা থাকলেও, সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

    • সিইও-র অনুপস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে কমিশনের সঙ্গে বৈঠক স্থগিত হলেও রাজপথ ছাড়ছে না শাসক দল। বিস্তারিত পড়ুন- আজ CEO দফতরে যাচ্ছেন না অভিষেক, কেন?
  • 25 Jan 2026 11:47 AM (IST)

    Sashi Panja: শশী পাঁজাকে দেখাতে হবে কাগজ

    শশী পাঁজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

    SIR শুনানিতে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sasi Panja)-কে ডাক। রবিবার দুপুরে শুনানিতে যাবেন মন্ত্রী।

    ২০০২ এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে অর্মত্য সেনকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল।

    এমনকী, সাংসদ দীপক অধিকারীও পেয়েছিলেন এই নোটিস। এরপর রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।

    বিস্তারিত পড়ুন: Sasi panja: ২০০২ এর তালিকায় নাম আছে, তবুও…, শশী পাঁজার ডাক পড়ল শুনানিতে

  • 25 Jan 2026 11:46 AM (IST)

    Abhisekh Banerjee: কী নির্দেশ দিলেন অভিষেক?

    • প্রায় এক লক্ষ পদাধিকারীর সঙ্গে আয়োজিত মেগা ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। আর সেখানেই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি।
    • বৈঠকে অভিষেক স্পষ্ট জানান, আগামী ২২ দিনই হলো আসল ‘যুদ্ধের সময়’; তাই আত্মতুষ্টির বদলে শীতঘুম ভেঙে কর্মীদের সর্বশক্তি দিয়ে ময়দানে থাকতে হবে। অভিষেক মনে করিয়ে দেন, এই লড়াই পঞ্চাশ বছরের ভোটের ভাগ্য নির্ধারণ করে দেবে।

কলকাতা: ভোটার দিবসে রাজ্যজুড়ে পথে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ব্লকে ব্লকে দুটি করে মিছিল করবেন শাসকদলের নেতা-কর্মীরা। এরইমধ্যে আবার আসন্ন নির্বাচনের আবহে এসআইআর-এর শেষবেলায় দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।