
সাজ্জাদ হোসেন
নির্দিষ্ট সময়ের আগে SIR-এর কাজ শেষ করেছিলেন।
তারপর সেরা বিএলও-র পুরস্কার পেয়েছিলেন। এবার সেই বিএলওকেই ধরানো হল শুনানির নোটিস।
নিজের নামে শুনানির নোটিস নিজেই নেন বংশীহারী ব্লকের ২০৮ নম্বর পার্টের বিএলও সাজ্জাদ হোসেন।
বিস্তারিত পড়ুন: SIR News: সেরা BLO-র পুরস্কার পেয়েছিলেন, সেই BLO-ই এবার যাচ্ছেন শুনানিতে কাগজ দেখাতে
বহরমপুরে অভিষেক
রাজ্য নির্বাচন কমিশনার (CEO) মনোজ আগারওয়ালের সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করার কথা থাকলেও, সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
শশী পাঁজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী
SIR শুনানিতে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sasi Panja)-কে ডাক। রবিবার দুপুরে শুনানিতে যাবেন মন্ত্রী।
২০০২ এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে অর্মত্য সেনকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল।
এমনকী, সাংসদ দীপক অধিকারীও পেয়েছিলেন এই নোটিস। এরপর রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন: Sasi panja: ২০০২ এর তালিকায় নাম আছে, তবুও…, শশী পাঁজার ডাক পড়ল শুনানিতে
কলকাতা: ভোটার দিবসে রাজ্যজুড়ে পথে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ব্লকে ব্লকে দুটি করে মিছিল করবেন শাসকদলের নেতা-কর্মীরা। এরইমধ্যে আবার আসন্ন নির্বাচনের আবহে এসআইআর-এর শেষবেলায় দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।