
খোঁজ নেই পরিবারের লোকজনের
জ্বলছে আনন্দপুরের একটি মোমো কারখানা। প্রায় বারো ঘণ্টা হতে চলল আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই কারখানার পাশেই রয়েছে আরও একটি ডেকরের্টস কারখানা।
সেখানেও কাজ করছিলেন অনেকে। তবে যাঁরা কাজ করছিলেন তাঁদের মধ্যে খোঁজ নেই অনেকের। কী হল তাঁদের, কেন ফোন সুইচ অফ? হা-হুতাশ করছেন পরিবারের লোকজন।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৩ জন নিখোঁজের তালিকা তৈরি হয়েছে। এদের মধ্যে ৩ জন মোমো কারখানার। আর ১০ জন ডেকরের্টসের কর্মী।
বিস্তারিত পড়ুন: Anandapur Fire: বন্ধ ফোন, শুধু মোমো কারখানা নয়, খোঁজ মিলছে না ১০ জন ডেকরের্টসে কর্মরত শ্রমিকের
সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন – বাংলার SIR-এও ‘ক্ষমতা বহির্ভূত নিয়োগ’, কড়া পদক্ষেপ কমিশনের
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কর্তব্যপথে এসে উপস্থিত হলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। ইতিমধ্য়েই উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
77th #RepublicDay🇮🇳 | Vice President CP Radhakrishnan arrives at the saluting dais at Kartavya Path in Delhi to witness the parade
(Source: DD) pic.twitter.com/zIv7NcQJj1
— ANI (@ANI) January 26, 2026
জ্বলছে আনন্দপুরের কারখানা
কলকাতা: দিল্লির পাশাপাশি কলকাতাতেও উদযাপিত হচ্ছে দেশের ৭৭ তম সাধারণতন্ত্র দিবস। কলকাতার রেড রোডে বর্ণাঢ্য আয়োজন। সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। হবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টা নাগাদ রেড রোডে পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী।