West Bengal-India News Today Live: আনন্দপুরের ভস্মীভূত নামজাদা মোমোর কারখানা, মৃত ৩

Mamata Banerjee in Red Road Live: কলকাতার রেড রোডে বর্ণাঢ্য আয়োজন। সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। হবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টা নাগাদ রেড রোডে পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী।

West Bengal-India News Today Live: আনন্দপুরের ভস্মীভূত নামজাদা মোমোর কারখানা, মৃত ৩
আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডImage Credit source: নিজস্ব চিত্র

|

Jan 26, 2026 | 1:34 PM

LIVE NEWS & UPDATES

  • 26 Jan 2026 01:34 PM (IST)

    Anandapur Fire: খোঁজ মিলছে না ১০ জন ডেকরের্টসে কর্মরত শ্রমিকের

    খোঁজ নেই পরিবারের লোকজনের

    জ্বলছে আনন্দপুরের একটি মোমো কারখানা। প্রায় বারো ঘণ্টা হতে চলল আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই কারখানার পাশেই রয়েছে আরও একটি ডেকরের্টস কারখানা।

    সেখানেও কাজ করছিলেন অনেকে। তবে যাঁরা কাজ করছিলেন তাঁদের মধ্যে খোঁজ নেই অনেকের। কী হল তাঁদের, কেন ফোন সুইচ অফ? হা-হুতাশ করছেন পরিবারের লোকজন।

    পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৩ জন নিখোঁজের তালিকা তৈরি হয়েছে। এদের মধ্যে ৩ জন মোমো কারখানার। আর ১০ জন ডেকরের্টসের কর্মী।

    বিস্তারিত পড়ুন: Anandapur Fire: বন্ধ ফোন, শুধু মোমো কারখানা নয়, খোঁজ মিলছে না ১০ জন ডেকরের্টসে কর্মরত শ্রমিকের

  • 26 Jan 2026 12:27 PM (IST)

    আনন্দপুরে আগুন-ভয়

    • পুলিশ সূত্রে খবর, আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের নিখোঁজ তালিকা তৈরি হয়েছে
    • তিন জন কর্মী মোমো কারখানার
    • ১০ জন ডেকোরেটর গোডাউনের কর্মী
  • 26 Jan 2026 11:40 AM (IST)

    Anandapur Fire Incident: আনন্দপুরে মৃত তিন

    • আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
    • নামজাদা মোমো সংস্থার কারখানায় ভয়াবহ আগুন
    • ঝলসে মৃত্য়ু তিন কর্মীর, আটকে থাকার আশঙ্কা আরও তিন জনের
  • 26 Jan 2026 11:21 AM (IST)

    SIR in Bengal: বাংলার SIR-এও ‘ক্ষমতা বহির্ভূত নিয়োগ’

    • মুখ্যসচিব চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন
    • বসিরহাট-২নং ব্লকের বিডিও সুমিত প্রতিম প্রধানকে সাসপেন্ডের নির্দেশ কমিশনের
    • তাঁর বিরুদ্ধে ১১ জন ‘অতিরিক্ত এইআরও’ নিয়োগের অভিযোগ কমিশনের

    সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন – বাংলার SIR-এও ‘ক্ষমতা বহির্ভূত নিয়োগ’, কড়া পদক্ষেপ কমিশনের

  • 26 Jan 2026 10:42 AM (IST)

    রেড রোডে শুরু কুচকাওয়াজ

    • প্রথমে বায়ুসেনার অন্যতম হেলিকপ্টার চেতক থেকে পুষ্পবর্ষণ
    • তারপর রাজ্যপালের সংবর্ধনা জ্ঞাপন
    • রেড রোডে শুরু হল কুচকাওয়াজ

  • 26 Jan 2026 10:37 AM (IST)

    কর্তব্যপথে আসলেন উপরাষ্ট্রপতি

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কর্তব্যপথে এসে উপস্থিত হলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। ইতিমধ্য়েই উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

  • 26 Jan 2026 10:33 AM (IST)

    Anandapur Fire Incident: আনন্দপুরে ভয়াবহ আগুন

    • মধ্যরাত থেকে জ্বলছে আনন্দপুরের একটি কারখানা
    • একটি নামজাদা মোমো কোম্পানি সেই কারখানাটিকে ব্যবহার করত বলে খবর
    • ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
    • নাইট শিফ্টে এসে নিখোঁজ ছয় কর্মী

    জ্বলছে আনন্দপুরের কারখানা

  • 26 Jan 2026 10:32 AM (IST)

    রেড রোডে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

    • সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে বর্ণাঢ্য আয়োজন
    • কর্মসূচি মোতাবেক বেলা সাড়ে ১০টা নাগাদ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী
    • মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে রেড রোডে এলেন মমতা।

কলকাতা: দিল্লির পাশাপাশি কলকাতাতেও উদযাপিত হচ্ছে দেশের ৭৭ তম সাধারণতন্ত্র দিবস। কলকাতার রেড রোডে বর্ণাঢ্য আয়োজন। সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। হবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টা নাগাদ রেড রোডে পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী।