BSF: সুন্দরবনে উপস্থিত BSF-এর বড় বড় মাথারা, ভারত-বাংলাদেশ ইস্যুতে নিয়েই ফেললেন বড় সিদ্ধান্ত
BSF: রাজারহাটে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দফতরে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও করেন বিএসএফের ডিজি। এই বৈঠকের উদ্দেশ্য ছিল, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা।

সুন্দরবন: উত্তপ্ত বাংলাদেশ। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বারবার ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছে বাংলাদেশিরা। কখনও ভারতীয় সীমান্তে ঢুকে ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফ-কে বাধা দিচ্ছে বিজিবি। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার সুন্দরবন সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে হোলি উৎসবে সামিল হতে আসেন বিএসএফ ডিজি দলজিৎ সিং চৌধুরি। শুক্রবার তিনি দক্ষিণবঙ্গ সীমান্তের সুন্দরবন এলাকাও পরিদর্শন করেন। বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন ডিজি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বিএসএফের ডিজি। দক্ষিণবঙ্গ সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা করেন। বিএসএফ পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত ডিজি রবি গান্ধী, দক্ষিণবঙ্গ সীমান্তের ইন্সপেক্টর জেনারেল করণী সিং শেখাওয়াত এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সুন্দরবন সফরে তাঁর সঙ্গে ছিলেন।
রাজারহাটে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দফতরে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও করেন বিএসএফের ডিজি। এই বৈঠকের উদ্দেশ্য ছিল, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা। বৈঠকে দক্ষিণবঙ্গ সীমান্তের ইন্সপেক্টর জেনারেল করণী সিং শেখাওয়াত নিরাপত্তা ব্যবস্থা এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে অভিযানের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।
এই খবরটিও পড়ুন




অপরাধ দমন এবং অনুপ্রবেশ রোধে গৃহীত উদ্যোগ এবং ব্যবস্থা সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন বিএসএফের ডিজি। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অপরাধমূলক কার্যকলাপ রোধে পদক্ষেপের প্রশংসা করেন। একইসঙ্গে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন দলজিৎ সিং চৌধুরি। অনুপ্রবেশ এবং অবৈধ কার্যকলাপ রোধে তিনি অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলের সর্বাধিক ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
সুন্দরবন এলাকা পরিদর্শনের সময় অনুপ্রবেশ রুখতে কার্যকরী পদক্ষেপের জন্য বিএসএফ কর্তাদের প্রশংসা করেন বিএসএফের ডিজি। জওয়ানদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বলেন, অত্যন্ত কঠিন এবং সংবেদনশীল পরিস্থিতির মুখেও তাঁদের সাহস এবং কর্তব্যবোধ অত্যন্ত প্রশংসনীয়। তাঁর কথায়, বিএসএফ জওয়ানদের অদম্য সাহস এবং তীক্ষ্ণ নজরদারিতে সুন্দরবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠেছে। তিনি বলেন, সীমান্তে মোতায়েন প্রত্যেক জওয়ান একজন অবিচল প্রহরী এবং তাঁদের অটল নিষ্ঠা সমগ্র দেশের কাছে গর্বের।





