
কলকাতা: সম্পর্কটা একদমই ভাল নেই প্রতিবেশী দেশের সঙ্গে। অন্যদিকে বিগত কয়েক সপ্তাহে ফের নতুন করে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে বাংলাদেশে। এদিকে পশ্চিবঙ্গে উত্তরবঙ্গেই সবথেকে বেশি ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য। এবার সেখানকার সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল প্রভীন কুমার।
উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দূরেই লালমনিরহাটে বাংলাদেশের জন্য বায়ু সেনাঘাঁটি তৈরি করে দিচ্ছে চিন। এমনকি বাংলাদেশ ঠাকুরগাঁওতেও নিজেদের পরিত্যক্ত বায়ু সেনা ঘাটিকে নতুন করে সাজাচ্ছে। এমতাবস্থায় সীমান্ত পরিস্থিতিকে যে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রক তা ডিজির এই আচমকা সফরেই কার্যত প্রমাণিত বলে মত ওয়াকিবহাল মহলের। বিএসএফ সূত্রে খবর, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগীর সঙ্গে দীর্ঘক্ষণ সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বিএসএফের ডিজি।
কোথায় কোথায় ফাঁকফোকর হয়ে রয়েছে, কোথায় কোথায় জমির অভাবে এখনও কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, অনুপ্রবেশের বর্তমান পরিস্থিতি কি, সীমান্তের ওপারের কোন অংশ থেকে এখনও উস্কানি আসছে, এই ধরনের একাধিক বিষয় বিএসএফের ডিজি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজির কাছ থেকে বিস্তারিতভাবে জানেন। উল্লেখযোগ্যভাবে, বিএসএফ জওয়ানদের এবং উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ শীর্ষ কর্তাদের যেকোনও পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকারও নির্দেশ দেন তিনি।
বিএসএফ সূত্রে খবর, সীমান্তে বিএসএফের পরিকাঠামো এবং যাবতীয় ত্রুটি দ্রুত সংশোধন করে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিএসএফের ডিজি। প্রয়োজনে যে এলাকাগুলিতে সবথেকে বেশি অনুপ্রবেশের আশঙ্কা অথবা মৌলবাদীদের উস্কানির জন্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইসব এলাকায় বাড়তি জওয়ান রাখার ব্যাপারেও কথা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর।
বিএসএফের তথ্য বলছে, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকা। অন্যদিকে কোচবিহার উত্তরবঙ্গে থাকলেও তা গুয়াহাটি ফ্রন্টিয়ারের অন্তর্গত। এই মোট ছয়টি জেলার অন্তর্গত সীমান্তের মোট দৈর্ঘ্যের পরিমাণ ১৩০৩ কিমি। এই বিশাল অংশের একাধিক এলাকায় ওপার থেকে মৌলবাদীদের মাঝেমধ্যেই উস্কানি যেমন আসছে, তেমনই সীমান্ত বরাবর অংশে বাংলাদেশের ভূখণ্ডে আইএসআই নিজেদের পরিকাঠামো বৃদ্ধি করতে শুরু করেছে বলে বিএসএফের কাছে খবর। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের চিকেন নেক করিডোর এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর– এই তিনটি জেলা বিএসএফের সবথেকে বেশি আতস কাঁচের তলায় রয়েছে বলে সূত্রের খবর। সে কারণেই বিএসএফের ডিজি আচমকাই উত্তরবঙ্গ সীমান্ত পরিদর্শন করতে আসতে কার্যত বাধ্য হলেন বলে মত ওয়াকিবহাল মহলের।