CM Mamata Banerjee: ছাব্বিশের নির্বাচনের আগে মমতার শেষ বাণিজ্য সম্মেলন, জোর কোন কোন ক্ষেত্রে?

CM Mamata Banerjee in Business Conclave: থাকবেন এ রাজ্যে অবস্থিত ইওরোপ আমেরিকা বিভিন্ন প্রদেশের দূতাবাসের প্রধান। থাকছেন বড় ছোট সমস্ত বণিক সভার প্রধান এবং অন্যান্য সদস্যরা। মূলত আটটি শিল্পক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে চলেছে এই কনক্লেভে।

CM Mamata Banerjee: ছাব্বিশের নির্বাচনের আগে মমতার শেষ বাণিজ্য সম্মেলন, জোর কোন কোন ক্ষেত্রে?
ধনধান্য স্টেডিয়ামে বসল আসর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 18, 2025 | 6:55 PM

কলকাতা: কলকাতায় হচ্ছে প্রথম বিজনেস কনক্লেভ। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এ বছরে প্রথম এ ধরনের কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনক্লেভে থাকছেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মত শিল্পপতিরা। নবান্ন সূত্রে খবর, কনক্লেভে থাকার কথা জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের ছেলে পার্থ জিন্দালের। থাকবেন রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিও। 

সূত্রের খবর, আসবেন টাটা মোটরস, টাটা হিতাচির সিইও। সেমি কন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক উৎপাদন সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজের প্রতিনিধি। থাকছেন আইবিএম, ইনফোসিস, উইপ্রোর মত আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরাও। 

এছাড়াও থাকবেন এ রাজ্যে অবস্থিত ইওরোপ আমেরিকা বিভিন্ন প্রদেশের দূতাবাসের প্রধান। থাকছেন বড় ছোট সমস্ত বণিক সভার প্রধান এবং অন্যান্য সদস্যরা। মূলত আটটি শিল্পক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে চলেছে এই কনক্লেভে। মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনেই এই আটটি ক্ষেত্রকে বাছাই করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভবিষ্যতে এই শিল্পগুলিকে কেন্দ্র করে আটটি ক্ষেত্রের মধ্যে আছে ইস্পাত, মণি–রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাকটর, পর্যটন এবং বস্ত্র। এই আটটি ক্ষেত্রের গুরুত্ব বোঝাতে একটি আলাদা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে । বিজিনেস কনক্লেভে অতিথিদের সামনে এই প্রেজেন্টেশনের মাধ্যমে আট শিল্পক্ষেত্রের গুরুত্ব তুলে ধরা হবে বলে খবর। 

অন্যদিকে একদিন আগেই রাজ্যের শিল্প সম্ভাবনা ও বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারের তুলোধনা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। লাগাতার বাণিজ্য সম্মেলন হলেও কেন কোনও বিনিয়োগ বাস্তবের মুখ দেখে না সেই প্রশ্ন তোলেন।