High Court on Metro: ৩৬৬ মিটারের জন্য আটকে মেট্রো-রুট, চিংড়িহাটার জট কাটাতে এবার রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

High Court on Metro: ফাঁকা থাকছে ৩৬৬ মিটার , চিংড়িহাটার জট কাটাতে এবার রাজ্যকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

High Court on Metro: ৩৬৬ মিটারের জন্য আটকে মেট্রো-রুট, চিংড়িহাটার জট কাটাতে এবার রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
মেট্রো নিয়ে মামলাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 03, 2025 | 5:11 PM

কলকাতা: মাত্র ৩৬৬ মিটারের জন্যই চালু করা যাচ্ছে না একটা আস্ত মেট্রো রুট। রাজ্যের কাছে বারবার আবেদন জানিয়েও ফিরতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, আদালতে আবেদন জানানোর পরও কাজ শুরু করা সম্ভব হয়নি। চিংড়িহাটার ওই অংশের কাজের জন্য এবার রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই ৩৬৬ মিটার জুড়ে গেলেই চালু হয়ে যাবে, কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো পরিষেবা। সেই রুটের জট কাটাতে এবার উদ্যোগী হল আদালত।

মেট্রো রেল, রাজ্য, আরভিএনএল (RVNL), রাজ্য পুলিশ এবং কেএমডিএ (KMDA)-কে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। কবে আলোচনায় বসা হবে, সে বিষয়েই বৃহস্পতিবারই জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ‘ডিভিশন বেঞ্চ বলে, জনস্বার্থের জন্য আলোচনায় বসুন।’

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার সকাল ৭টা, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত কাজ করা সম্ভব। এই ভাবে দু’সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটে যাবে বলে আদালতে জানাল।

মেট্রোর জেনারেল ম্যানেজার কয়েকদিন আক্ষেপ করে বলেছিলেন, চিংড়িহাটার মাত্র ৩৬৬ মিটার এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য যে জমি প্রয়োজন ছিল, তা দেয়নি রাজ্য। 

বারবার এই জমি নিয়ে সওয়াল করেছে মেট্রো। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও এই বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন।