AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ৩৬৬ মিটারের জন্য আটকে নিউ গড়িয়া-সেক্টর ৫ মেট্রো, সংসদে প্রশ্ন তুললেন শমীক

Shamik Bhattacharya: অভিযোগ, রাজ্যের সহযোগিতার কারণেই আটকে আছে চিংড়িঘাটার কাছে। সেই কারণেই পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে মেট্রোর কাজ।

Kolkata Metro: ৩৬৬ মিটারের জন্য আটকে নিউ গড়িয়া-সেক্টর ৫ মেট্রো, সংসদে প্রশ্ন তুললেন শমীক
Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 20, 2025 | 9:00 PM
Share

কলকাতা: একটা ছোট জায়গার কাজ হচ্ছে না বলেই আটকে আছে নিউ গড়িয়া-সেক্টর ৫-এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজ। আজ, বুধবার সংসদে সেই প্রসঙ্গ উল্লেখ করলেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ওই কাজের জন্য গোটা মেট্রো করিডরে কী প্রভাব পড়ছে, কতটা অসুবিধা হচ্ছে, সে কথাও এদিন উল্লেখ করেন তিনি। 

আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে তিনটি নতুন রুটের মেট্রো উদ্বোধন করবেন। জুড়ে যাবে বেলেঘাটা থেকে রুবি। অন্যদিকে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। এছাড়াও এসপ্লানেড ও শিয়ালদহ মেট্রো স্টেশনও জুড়বে সেদিনই। তার আগেই সংসদে শমীক মেট্রোর কাজে বাধার অভিযোগ জানালেন।

খোদ মেট্রোর জেনারেল ম্যানেজার কয়েকদিন আগেই আক্ষেপ করে বলেছেন, চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য যে জমি প্রয়োজন ছিল, দেয়নি রাজ্য। বারবার আবেদন করা সত্ত্বেও দেওয়া হয়নি। এই জমিটুকু যদি পাওয়া গেলে ওই অংশের কাজ শেষ হয়ে যেত। ফলে কবি সুভাষ থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন বা কলকাতা বিমান বন্দর পর্যন্ত মেট্রো করিডরের অনেকটা অংশই চালু করে দেওয়া যেত।

এদিন সেই অংশের কথাই সংসদে বলেন শমীক। তিনি উল্লেখ করেন, ওই অংশের কাজ না হওয়ায় পডুয়া থেকে আইটি সেক্টরের কর্মী, সবারই অসুবিধা হচ্ছে।