AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: বাবরি মসজিদ ভোটের হাতিয়ার! বুঝিয়ে দিলেন হুমায়ুন কবীর

Humayun Kabir on Babri Masjid: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "বাবরি মসজিদের জন্য মানুষ প্রচুর প্রচুর টাকা দিচ্ছে। মসজিদের জন্য শুধু টাকা দিয়ে সহযোগিতা করলে হবে না। সঙ্গে ভোটও দিন। কারণ বিজেপি কিংবা তৃণমূল যদি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে, তাহলে কেউ মসজিদ তৈরি করতে দেবে না।"

Humayun Kabir: বাবরি মসজিদ ভোটের হাতিয়ার! বুঝিয়ে দিলেন হুমায়ুন কবীর
হুমায়ুন কবীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 20, 2025 | 1:11 PM
Share

মুর্শিদাবাদ: তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছে। নতুন দল গড়ছেন তিনি। আর যে ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেই বাবরি মসজিদকে ভোটে হাতিয়ার করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরবাবরি মসজিদ তৈরি করতে হলে তাঁর দলকে ৯০ আসনে জেতাতে হবে বলে স্পষ্ট করে দিলেন। কেন ৯০টি আসন দরকার, তারও ব্যাখ্যা দিলেন হুমায়ুন।

গত ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন। বাবরি মসজিদের জন্য দানবাক্স ভরে গিয়েছে। অনেকে অনলাইনে টাকা পাঠাচ্ছেন। আবার কেউ কেউ ইটও পৌঁছে দিয়ে যাচ্ছেন। ভোটবাক্সে এই বাবরি মসজিদের আবেগকেই কাজে লাগাতে চান হুমায়ুন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে গতকাল সকাল থেকেই চোখে পড়ে জুম্মার নমাজের ভিড়। সেখানে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর নিজেও। সেখানে দাঁড়িয়েই হুমায়ুন দাবি করেন, আগামী ২২ ডিসেম্বর হবে রেকর্ড জমায়েত। সেখানেই নিজের দলের কথা ঘোষণা করবেন।

এরপর সন্ধেয় নওদা থানার ত্রিমোহিনী এলাকায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে একটি জনসভায় উপস্থিত হন হুমায়ুন। ওই সভার আয়োজন করেছিল ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ। বিধানসভা নির্বাচনে তাঁর লক্ষ্য যে ৯০টি আসনে জেতা, সেই সভা থেকে বুঝিয়ে দেন হুমায়ুন।

ভরতপুরের বিধায়ক বলেন, “বাবরি মসজিদের ওখানে আমি সকালে এসেছিলাম। মানুষ প্রচুর প্রচুর টাকা দিচ্ছে। মসজিদের জন্য শুধু টাকা দিয়ে সহযোগিতা করলে হবে না। সঙ্গে ভোটও দিন। কারণ বিজেপি কিংবা তৃণমূল যদি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে, তাহলে কেউ মসজিদ তৈরি করতে দেবে না।” এরপরই তিনি বলেন, “৯০টি আসনে আমাকে জেতান। তাহলে সরকারের চাবিকাঠি আমার হাতে থাকবে। আর না হলে আপনারা এত ইট দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন, সেইসব টাকা কাজে লাগাতে পারব না। বিজেপি, তৃণমূল কেউ বাবরি মসজিদ করতে দেবে না।” বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৩৫টি আসনে লড়বে বলে আগেই জানিয়েছেন হুমায়ুন।