AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: সেল সেল সেল! নিজের নাম লেখা টি-শার্ট দেখে হুমায়ুন বললেন ‘বড্ড দাম বেশি’

Humayun Kabir: এদিন ওই টি শার্ট দেখে হুমায়ুনের মুখে খুশির হাসি। তিনি বলেন, "ওগুলোর দাম বড্ড বেশি। ১০০ টাকায় বিক্রি হওয়া উচিত। ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেখে অবাক হয়ে যাচ্ছি। আল্লাকে সুক্রিয়া। বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিদিন আসছেন বেলডাঙায়।"

Humayun Kabir: সেল সেল সেল! নিজের নাম লেখা টি-শার্ট দেখে হুমায়ুন বললেন 'বড্ড দাম বেশি'
হুমায়ুনের নামে টি শার্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 19, 2025 | 4:31 PM
Share

বেলডাঙা: হুমায়ুন কবীরের বাবরি মসজিদের শিল্যান্যাস স্থানে শুক্রবার সকাল থেকেই চোখে পড়ল জুম্মার নমাজের ভিড়। উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর নিজেও। সেখানে দাঁড়িয়েই হুমায়ুন দাবি করলেন আগামী ২২ ডিসেম্বর হবে রেকর্ড জমায়েত। সেখানেই নিজের দল ঘোষণা করবেন তিনি। ইতিমধ্যে আদালতে বাবরি মসজিদ নিয়ে মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বস্তিতেই রয়েছেন হুমায়ুন। আর এই আবহেই চোখে পড়ল বাবরি মসজিদ লেখা টি শার্ট। বেলডাঙায় রাস্তার ধারেই বিক্রি হচ্ছে এই টি শার্ট।

শুধু বাবরি মসজিদের ছবি আঁকাই নয়, সাদা রঙের ওই টি শার্টে রয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নাম। শিলান্যাসের পর আজ, দ্বিতীয় শুক্রবারে নামাজের সময় দেখা গেল বাবরি মসজিদ ও নীচে হুমায়ুন লেখা টি-শার্ট। ‘সেল সেল সেল’ বলে বিক্রি করছেন বিক্রেতারা। বসতে শুরু করেছে আরও অনেক দোকানপাট। এলাকায় শুরু হয়েছে হোটেল ব্যবসা। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই জায়গায় যাচ্ছেন। শুক্রবারে শুক্রবারে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে খাবারের।

এদিন ওই টি শার্ট দেখে হুমায়ুনের মুখে খুশির হাসি। তিনি বলেন, “ওগুলোর দাম বড্ড বেশি। ১০০ টাকায় বিক্রি হওয়া উচিত। ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেখে অবাক হয়ে যাচ্ছি। আল্লাকে সুক্রিয়া। বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিদিন আসছেন বেলডাঙায়।”

এদিকে, বেলডাঙা থানার অন্তর্গত মির্জাপুরে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। চলছে তারই প্রস্তুতি। হুমায়ুন বলেন, “বাবরি মসজিদ নিয়ে বারবার আদালতের কেস হচ্ছে। বারবার আদালতে কেস খারিজ হচ্ছে। মানুষের কাছে একটাই আবেদন ইমোশন ধরে রাখতে হবে। বাবরি মসজিদের প্রতি যে আবেগ আছে, সেই আবেগ ধরে রেখে ২০২৬-এ আমাকে ১০০ সিট দিতে হবে। তাহলে আর বেঙ্গালুরু-চেন্নাই চিকিৎসার জন্য যেতে হবে না, এখানেই চিকিৎসার পরিষেবা দেওয়া হবে।”