AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য তৈরি ‘কিউআর কোড’-ও জালিয়াতির অভিযোগ, সাইবার ক্রাইমের দ্বারস্থ হুমায়ুনের ফাউন্ডেশন

Babri Masjid: হুমায়ুনের অভিযোগ, অনুদানের জন্য কিউআর কোডই জালিয়াতি করা হচ্ছে। এই নিয়ে বুধবার ওয়েস্টবেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া-র সহ কোষাধ্যক্ষ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(৩), ৩৩৮ এবং ৬১(২) ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে।

Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য তৈরি 'কিউআর কোড'-ও জালিয়াতির অভিযোগ, সাইবার ক্রাইমের দ্বারস্থ হুমায়ুনের ফাউন্ডেশন
কী অভিযোগ হুমায়ুনের ফাউন্ডেশনের?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 12, 2025 | 3:57 PM
Share

মুর্শিদাবাদ: বাবরি মসজিদ তৈরি নিয়ে অনড় তিনি। গত ৬ ডিসেম্বর জাঁকজমকপূর্ণভাবে বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আবার ওই অনুষ্ঠানে সৌদি আরব বলে রাজ্যের দুই ‘ক্কারি’-র আসা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। এবার বিস্ফোরক অভিযোগ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য তৈরি কিউআর কোড জালিয়াতির অভিযোগ করল হুমায়ুনের ওয়েস্টবেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া। সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন হুমায়ুনের ইসলামিক ফাউন্ডেশনের সহ কোষাধ্যক্ষ আমিনুল শেখ।

বেলডাঙায় বাবরি মসজিদের পাশাপাশি স্কুল, হাসপাতালের ঘোষণা করেছেন হুমায়ুন। সব মিলিয়ে ৩০০ কোটি টাকার প্রকল্পের কথা তিনি জানিয়েছেন। বাবরি মসজিদ নির্মাণের জন্য সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ১১টি দানবাক্স রাখা হয়েছিল। এছাড়া অনলাইনে অনুদানের জন্য কিউআর কোড-ও চালু করে হুমায়ুনের ইসলামিক ফাউন্ডেশন।

এবার হুমায়ুনের অভিযোগ, অনুদানের জন্য কিউআর কোডই জালিয়াতি করা হচ্ছে। এই নিয়ে বুধবার ওয়েস্টবেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া-র সহ কোষাধ্যক্ষ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(৩), ৩৩৮ এবং ৬১(২) ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। ইসলামিক ফাউন্ডেশনের অভিযোগ, তাদের ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করেছে ওই তিন ব্য়ক্তি। এই কিউআর কোডের মাধ্যমেই জালিয়াতি চলছে বলেও অভিযোগ করেছেন আমিনুল শেখ।

কিউআর কোড জালিয়াতি নিয়ে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন। তিনি বলেন, “সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি। আমি তো জানতে পেরেছি, কারা করেছেন। রবিউল আলম চৌধুরীর লোক করেছেন। পুলিশ ব্যবস্থা নিলে ভাল, না হলে আমার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। ঠিক ব্যবস্থা নেব। যে ব্যাঙ্কে টাকা গিয়েছে, সেই ব্যাঙ্ককেও আমি ছাড়ব না।”

হুমায়ুনের হুঁশিয়ারি নিয়ে রবিউল আলম চৌধুরী বলেন, “আমার লোক না অন্য কেউ, কে জালিয়াতি করেছেন, আমরা চাই তা প্রমাণ করুন। তাহলে তো আমরাও জানতে পারব।”